বৃষ্টির সম্ভাবনা থাকলেও আরও কয়েকদিন অব্যাহত থাকবে তাপপ্রবাহ!

- আপডেট সময় : ০২:০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ ৮৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, দেশের আটটি বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে বুধবার চট্টগ্রাম ও সিলেটে তাপপ্রবাহ কিছুটা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
পূর্বাভাসে বলা হয়েছে, আজ, আগামীকাল ও পরশু দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এ অবস্থায় মঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। তবে একই সময়ে ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিরাজমান তাপপ্রবাহ পরিস্থিতি কিছুটা কমতে পারে এবং দেশের অন্যান্য স্থানে বিরাজমান তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। একইসঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে।