বিশ্ববাজারে সোনার দাম প্রতি আউন্সে বাড়ল ৩৬ ডলার
- আপডেট সময় : ০২:৩৭:১৩ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩ ৫৭ বার পঠিত
নিজস্ব প্রতিনিধি:
হঠাৎ করেই বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের বৃদ্ধি ঘটেছে। গত সপ্তাহের শেষ কার্যদিবসে বিশ্ববাজারে স্বর্ণের দাম আউন্স প্রতি ৩৬ ডলার বেড়েছে। এতে এক সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে দামি এই ধাতুর দাম বাড়তে থাকে। এর মধ্য দিয়ে টানা দুই সপ্তাহ বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে।
বিশ্ববাজারে সোনার দাম বাড়লেও অভ্যন্তরীণ বাজারে দাম বাড়ানো হচ্ছে না। দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণের দায়িত্বে থাকা বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আগামী মঙ্গলবার পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটি সোনার দাম পর্যালোচনা করার জন্য একটি সভা করবে। বিশ্ববাজারে দাম বাড়ার ধারা অব্যাহত থাকলে এবং স্থানীয় বাজারে পরিপক্ক সোনার দাম বাড়লে ওই বৈঠক থেকে দেশীয় বাজারে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এ প্রসঙ্গে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য মনিটরিং সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি এম এ হান্নান আজাদ বলেন, সপ্তাহের শেষ দিনে বিশ্ববাজারে স্বর্ণের দাম বৃদ্ধি লক্ষ্য করা গেছে। স্থানীয় বাজারের উপর ভিত্তি করে দাম বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নিয়ে থাকি।বিশ্ববাজারে দাম বাড়লেও স্থানীয় বাজারে এর তেমন প্রভাব পড়েনি।তাই আগামী মঙ্গলবার পর্যন্ত পরিস্থিতি দেখবো।
তিনি বলেন, মঙ্গলবার স্বর্ণের দাম পর্যালোচনায় বৈঠক করব। বিশ্ব বাজারে সোনার দাম বাড়তে থাকলে এবং স্থানীয় বাজারে পরিপক্ক সোনার দাম বাড়লে আমরা দাম বাড়াব। আর বাজার পরিস্থিতি এমন থাকলে দাম বাড়ানোর সিদ্ধান্ত নাও আসতে পারে।
এদিকে বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ার আগে এক মাস ধরে একটানা কমছে সোনার দাম। এটি এক মাসের মধ্যে সোনার দাম প্রতি আউন্স ১৩৫ ডলার কমিয়েছে। বিশ্ববাজারে টানা পতনের কারণে সম্প্রতি দেশের বাজারে স্বর্ণের দাম দুই দফা কমানো হয়েছে। তবে এর আগে দেশের বাজারে টানা ছয়বার সোনার দাম বাড়ানো হয়। এতে আগের সব রেকর্ড ভেঙে দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছেছে সোনা।
চলতি বছরের ১৫ জানুয়ারি ভালো মানের এক বারের সোনার দাম বেড়ে হয় ৯৩ হাজার ৪২৯ টাকা। এর আগে দেশের বাজারে সোনার দাম কখনো ৯৩ হাজার টাকা স্পর্শ করেনি। রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর, ফেব্রুয়ারিতে দুই দফায় সোনার দাম কিছুটা কমানো হয়েছিল।