ঢাকা ১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ঈদে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৪ প্রো ও রেডমি এ৫ Logo শুরু হচ্ছে আইপিএলের নতুন সিজন, ম্যাচ দেখা যাবে টফিতে Logo আইটেল পাওয়ার ৭০ : দীর্ঘস্থায়ী ব্যাটারির শক্তি ও সাশ্রয়ী দামে সেরা পারফরম্যান্স Logo ঈদে ভিভো ভি৫০ ফাইভজি: ট্রেন্ডসেটিং ক্যামেরা ও পারফরম্যান্স Logo প্রতিহিংসা ভুলে গিয়ে বাবার আদর্শকে লালন করে উন্নত পিরোজপুর গড়তে চাই Logo ঈদ উপলক্ষে টেকনো নিয়ে এলো দারুণ সব অফার Logo অনার বাংলাদেশে নিয়ে এল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী স্মার্টফোন – অনার এক্স৯সি Logo যে ৩টি কারণে ইনফিনিক্স হট ৫০ প্রো+ এখনও চাহিদার শীর্ষে Logo অপো এ৫ প্রো’-এর বিক্রিতে রেকর্ডর Logo অসচ্ছল ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করলেন মাওলানা আলহাজ্ব মো; সিফাতউল্লাহ

বিশাল জয়ে ইতিহাস গড়লো আর্সেনাল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪ ৮৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

গত মাসে ঘরের মাঠে ওয়েস্ট হ্যামকে ৬-০ গোলে হারিয়েছিল। শেষ অ্যাওয়ে ম্যাচে বার্নলিকে ৫-০ গোলে হারিয়েছে। এবার শেফিল্ড ইউনাইটেডের মাঠে খেলতে নেমে ৬-০ গোলের বিশাল জয় পেয়েছে আর্সেনাল।

মাইকেল আর্তেতার দল ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা তিনটি অ্যাওয়ে ম্যাচ পাঁচ বা তার বেশি গোলে জিতেছে।

টানা সাত ম্যাচে মোট ৩১টি গোল করেছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে এটি একটি নতুন রেকর্ড।

আর্সেনাল শেফিল্ডের মাঠে ৯০ মিনিটে আধিপত্য দেখিয়ে আরও ২২টি শট নেয়। প্রথমার্ধে ৫-০ গোলে এগিয়ে ছিল তারা।

ম্যাচের পঞ্চম মিনিটে দলকে এগিয়ে দেন মার্টিন ওডেগার্ড। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি আর্সেনালকে। জাদেন বোগলের নিজের গোলে ২-০, গ্যাব্রিয়েল মার্টিনেলি ১৫ মিনিটে ৩-০ করে।

বিরতির আগে গোল করেন কাই হাভার্টজ ও ডেক্লান রাইসও। দ্বিতীয়ার্ধের ১২তম মিনিটে বেন হোয়াইট দলের ষষ্ঠ গোলটি করেন, যা আর্সেনালের ইতিহাসে ১০,০০০তম গোল।

এই জয়ে টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের কাছাকাছি চলে এসেছে আর্সেনাল। গানারদের এখন ২৭ ম্যাচে ৬১ পয়েন্ট। সমান ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৬৩ এবং ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬২।

বিশাল জয়ে ইতিহাস গড়লো আর্সেনাল

আপডেট সময় : ০৫:১০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪

নিজস্ব প্রতিনিধি :

গত মাসে ঘরের মাঠে ওয়েস্ট হ্যামকে ৬-০ গোলে হারিয়েছিল। শেষ অ্যাওয়ে ম্যাচে বার্নলিকে ৫-০ গোলে হারিয়েছে। এবার শেফিল্ড ইউনাইটেডের মাঠে খেলতে নেমে ৬-০ গোলের বিশাল জয় পেয়েছে আর্সেনাল।

মাইকেল আর্তেতার দল ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা তিনটি অ্যাওয়ে ম্যাচ পাঁচ বা তার বেশি গোলে জিতেছে।

টানা সাত ম্যাচে মোট ৩১টি গোল করেছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে এটি একটি নতুন রেকর্ড।

আর্সেনাল শেফিল্ডের মাঠে ৯০ মিনিটে আধিপত্য দেখিয়ে আরও ২২টি শট নেয়। প্রথমার্ধে ৫-০ গোলে এগিয়ে ছিল তারা।

ম্যাচের পঞ্চম মিনিটে দলকে এগিয়ে দেন মার্টিন ওডেগার্ড। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি আর্সেনালকে। জাদেন বোগলের নিজের গোলে ২-০, গ্যাব্রিয়েল মার্টিনেলি ১৫ মিনিটে ৩-০ করে।

বিরতির আগে গোল করেন কাই হাভার্টজ ও ডেক্লান রাইসও। দ্বিতীয়ার্ধের ১২তম মিনিটে বেন হোয়াইট দলের ষষ্ঠ গোলটি করেন, যা আর্সেনালের ইতিহাসে ১০,০০০তম গোল।

এই জয়ে টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের কাছাকাছি চলে এসেছে আর্সেনাল। গানারদের এখন ২৭ ম্যাচে ৬১ পয়েন্ট। সমান ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৬৩ এবং ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৬২।