একই সঙ্গে বর এবং প্রেমিককেও চান উত্তরপ্রদেশের এই নববধূ
- আপডেট সময় : ০৫:১০:১৫ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩ ৫০ বার পঠিত
নিজস্ব প্রতিনিধি:
সদ্য বিয়ে করেছেন কিন্তু প্রেমিককে নয়। যার কারনে, বিয়ের পর প্রেমিককে বিয়ে করার জন্য থানায় তুলকালাম কাণ্ড ঘটালেন ভারতের উত্তরপ্রদেশের এক নববধূ। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, থানায় হট্টগোল করছেন নববধূটি। সেখানে তার প্রেমিককে বিয়ে করার দাবি জানাচ্ছেন তিনি।দু’জনকেই বিয়ে করার দাবি তার।
এ সময় কনেকে সামলাতে এক নারী কনস্টেবল এগিয়ে আসলে নববধূ কাগজ ও মোবাইল ফোন ছুড়ে মারে। নববধূকে একটি লাল এবং সোনালী রঙের শাড়িতে দেখা গেছে। পরে কয়েকজন কনস্টেবল তাকে অন্য ঘরে নিয়ে যায়।
ভারতের একাধিক সংবাদমাধ্যমে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশে। মহিলার স্বামী পুলিশকে জানিয়েছেন, তাঁর স্ত্রীর নাম কাজল শর্মা। বিয়ের পর থেকেই তার প্রেমিকের সঙ্গে সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন।
মহিলার স্বামী আরও বলেন, ‘সে আমাকে একদিন বলেছিল যে সে তার প্রেমিককে বিয়ে করতে চায়। একই সাথে উভয় মানুষের সাথে বসবাস করতে ইচ্ছুক সে। আমি তাকে বলি, এটা সম্ভব নয়। তাই সে পুলিশের কাছে গিয়ে দাবি জানান।’