সংবাদ শিরোনাম :
বিভিন্ন টিভি চ্যানেল-পত্রিকার সংবাদকর্মী আহত
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৩:৫৭:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩ ৮৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
রাজধানীতে আওয়ামী লীগ-বিএনপির সমাবেশে চলছে ব্যাপক সংঘর্ষ। সেখানে পেশাগত দায়িত্বপালন করতে গিয়ে ইত্তেফাক, সময় টিভি, যমুনা টিভি, কালবেলাসহ বেশ কয়েকটি গণমাধ্যমের সহকর্মী হামলার স্বীকার হয়েছেন।
শনিবার (২৮ অক্টোবর) দুপুর আড়াইটার পর পল্টন-বিজয়নগর এলাকায় দেখা যায় এমন চিত্র।
এর আগে, দুপুর ২টার দিকে পল্টনে মুখোমুখি অবস্থান নেয় পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা। বিজয়নগর পানির ট্যাংকির কাছে টায়ারে আগুন লাগিয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করেন বিএনপি কর্মীরা। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ
এছাড়া, কাকরাইলে বিএনপি-পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বেশ কয়েকটি স্থানে আগুন দেওয়া হয়েছে। কাকরাইল অডিট ভবনের সামনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে বিজিবিও।













