বিএনপির অভিযোগের কড়া জবাব দিলেন জয়
- আপডেট সময় : ০১:৪৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩ ৮০ বার পঠিত
নিজস্ব প্রতিনিধি:
২০১৮ সালের একাদশ নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগের কড়া জবাব দিয়েছেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
শুক্রবার (১৯ মে) রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রায় ৩৫ মিনিটের লাইভে তিনি এ মন্তব্য করেন। ফেসবুক পোস্টে একটি ভিডিও যোগ করেছেন তিনি।
পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন- ‘বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতারা ২০১৮ সালের জাতীয় নির্বাচন নিয়ে ক্রমাগত মিথ্যাচার করেছেন, যা বিপুল ব্যবধানে পরাজিত হয়েছে। এমনকি আওয়ামী লীগ বিরোধী সংবাদমাধ্যমেও একটি গোষ্ঠী অবাধে রাতের ভোটের তত্ত্ব প্রতিষ্ঠার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে নির্বাচনের দিন কোনো ধরনের কারচুপি বা ব্যাপক অনিয়মের কথা বলেননি বিএনপি নেতারা।
সজীব ওয়াজেদ জয় লিখেছেন, সংবাদ প্রতিবেদনে দেখা যাচ্ছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, বিএনপি নেতারা সন্তুষ্টি প্রকাশ করছেন। কিন্তু সন্ধ্যার পর মির্জা ফখরুল ও কামাল হোসেনের মেজাজ পাল্টে যায় এবং তারা ব্যর্থতার জন্য সরকারকে দায়ী করে বক্তৃতা দিতে থাকে। এখন পর্যন্ত তারা তাদের দাবির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণও উপস্থাপন করতে পারেনি। বিদেশি পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা নির্বাচনটিকে সুষ্ঠু বলে রায় দিয়েছিলেন। বিএনপির ভরাডুবির কারণ তারা নিজেই।