বাগেরহাটে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৫:৪৪:০১ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩ ৩৬ বার পঠিত
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে অপরাজিতা নারী জনপ্রতিনিধিদের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অপরাজিতা প্রকল্পের জেলা সভাপতি ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন। খুলনা বিভাগীয় প্রকল্প সমন্বয়কারী সুভোল ঘোষ টুটুল ও উপজেলা সমন্বয়কারী শিল্পী আক্তারের সঞ্চলনায় অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট ভুঁইয়া হেমায়েত উদ্দিন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সহ- সভাপতি এ্যাডভোকেট শাই্ আলম বাচ্চু, জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজাফ্ফর রহমান আলম, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি হাওলাদার রুহুল আমিন, সিপিবির সাধারন সম্পাদক ফররুখ হাসান জুয়েল, জেলা বিএনপির সদস্য সৈয়দ নাসির আহম্মেদ মালেক, সম্প্রতি বাংলাদেশের জেলা সভাপতি এ্যাডভোকেট মিলন কুমার ব্যানার্জী, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সিতা রাণী দেবনাথ, সাধারন সম্পাদক এ্যাডভোকেট শরিফা খানম, মহিলা দলের সভাপতি প্রভাষক শাহিদা আক্তার, সাধারন সম্পাদক নারগীস আক্তার ইভা, রামপাল উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী হোসনে আরা মীলি প্রমূখ।
সভায় বক্তারা বলেন, আমাদের নারীদের প্রায়ই শুনতে হয় তাদের মধ্যে যোগ্য ব্যক্তির অভাব। শুধুমাত্র এই অজুহাতে বিভিন্ন রাজনৈতিক দলের কমিটি ও নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে তারা উপেক্ষার শিকার হয়। কিন্তু গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর নির্দেশনা অনুসারে সকল দলের বিভিন্ন কমিটিতে নূন্যতম ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে সকল রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতবৃৃন্দদের নিজেদের দলের বিভিন্ন কমিটির পাশাপাশি নির্বাচনে অংশ গ্রহণে নারীদের অগ্রাধিকার দেওয়ার আহবান জানান বক্তারা।