বাগেরহাটে জমে উঠেছে ঈদের বাজার

- আপডেট সময় : ০৪:১০:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ ৬২ বার পঠিত

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে জমে উঠেছে ঈদের বাজার। পবিত্র ঈদ উল ফিতর যতই ঘনিয়ে আসছে ক্রেতা-বিক্রেতাদের ব্যস্ততা ততই বাড়ছে। ক্রেতারাও সকাল থেকে রাত অব্দি কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন। তাঁরা তীব্র গরম উপেক্ষা করে বাজারে কেনাকাটা করতে আসছেন। তাই বিপণিবিতান গুলো বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। সাজিয়ে রাখা হয়েছে দেশী-বিদেশী পণ্যের সমাহার।
ঈদকে ঘিরে কেনাকাটা ও ক্রেতা-বিক্রেতাদের বাড়তি নিরাপত্তা দিতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ দুপুরে বাজার ঘুরে জানা গেছে, ঈদকে ঘিরে ব্যবসায়ীরা তাদের নিত্য নতুন পণ্য নিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে সরব হয়ে ওঠেন। বিশেষ করে শাড়ি-লুঙ্গি, সিট কাপড়, গার্মেন্টস, জুতা-স্যান্ডেল, দর্জি পাড়া ব্যাসায়ীরা এ সময় ব্যস্ত সময় পার করছেন। তাঁদেরকে ঘিরে জম জমাট হয়ে ওঠে ঈদের বাজার। দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে কেনা কাটার ভিড়। বাজারে বর্তমানে নারী ও শিশুদের কেনাকাটাই বেশী।
বাজারে গার্মেন্টস ব্যবসায়ী মো. আব্দুল কামাল, মো: সাইফুল ইসলাম, সিট কাপড় ব্যবসায়ী হাবিবুর রহমান, কাপড় ব্যবসায়ী পলাশ সাহা, জুতা ব্যবসায়ী শেখ মহিতুর রহমান, প্রসাধনী ব্যবসায়ী মো: মিরাজ হোসেন ও দর্জি বিশ্বজিৎ সাহা বলেন, ‘ঈদের সময় ব্যবসা চাঙ্গা হয়ে ওঠে। তাই আমরা আগে ভাগেই ক্রেতাদের চাহিদা বিবেচনা করে দৃষ্টি আকর্ষণের জন্য নতুন নতুন কালেকশন সংগ্রহ করি। এ বছর ঈদকে ঘিরে বাজারে এসেছে বিভিন্ন নামে নানা রকমের পোশাক। তবে বেশি বিক্রি হচ্ছে সুঁতি, হাফ সিল্ক কটন, জিন্স প্যান্ট, শার্ট, গেঞ্জি ও টাঙ্গাইল শাড়ি।’
ক্রেতা মো. সোলায়সান ফরাজী বলেন, এবার অন্য সময়ের চেয়ে দাম বেশি। তারপর বাজার বেশ জমেছে।