বাগেরহাটে ‘গণহত্যা, বধ্যভুমি ও গণকবর’ বইয়ের মোড়ক উন্মোচন
- আপডেট সময় : ০৪:৪১:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩ ৬৩ বার পঠিত
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে গণহত্যা, বধ্যভুমি ও গণকবর নামক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মুক্তিযুদ্ধে বাগেরহাটে গণহত্যা, বধ্যভুমি ও গণকবর পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরা হয়েছে এ বইটিতে।আজ সকালে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু ।
লেখক দিব্যেন্দু দ্বীপ একাত্তরের মুক্তিযুদ্ধের ‘বাগেরহাটের গণহত্যা, বধ্যভুমি ও গণকবর বইটি প্রকাশ করেছেন। জেলার নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে এ বই থেকে, এমনটি আশা করে মোড়ক উম্মোচন অনুষ্ঠানের আলোচকরা।
বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সাধারন সম্পাদক তালুকদার আব্দুল বাকি, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আকতারুজ্জামান বাচ্চু, প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক শেখ আজমল হোসেন প্রমুখ।