বাগেরহাটে গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

- আপডেট সময় : ০৪:৪৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ মার্চ ২০২৩ ৫৪ বার পঠিত

বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটে জেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু।
অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন : পুলিশ সুপার কে, এম,আরিফুল হক, জলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ভুঁইয়া হেমায়েত উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাডভোকেট শরীফা খানম, সদও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি শেখ আক্তারুলজ্জান বাচ্চু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন প্রমুখ। আলোচনা সভায় শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদেও মাঝে পুরস্কার বিতরণ করেন।