বাগেরহাটে অপরাজিতা নেটওয়ার্কের মানববন্ধন ও ত্রৈমাসিক সভা
- আপডেট সময় : ০৭:৩৯:১৯ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩ ৭১ বার পঠিত
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের কচুয়ায় অপরাজিতা নেটওয়ার্ক এর মানববন্ধন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে কচুয়া উপজেলা পরিষদের সামনে “নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কচুয়া উপজেলা অপরাজিতা নেটওয়ার্ক এ মানববন্ধন ও ত্রৈমাসিক সভা আয়োজন করেন।
মানববন্ধন ও ত্রৈমাসিক সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন কচুয়া উপজেলা চেয়ারম্যান জনাব নাজমা সরোয়ার। এসময় মানববন্ধনে বক্তৃতা করেন অপরাজিতা প্রকল্পের বিভাগীয় সমন্বয়কারী সুবোল ঘোষ টুটুল, জেলা প্রোগ্রাম সমন্বয়কারী মো: আতাবুর রহমান টিপু, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী, রাড়ীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমা আক্তার, ফিল্ড অফিসার শিল্পী আক্তারসহ উপস্থিত ছিলেন উপজেলা অপরাজিতা নেটওয়ার্ক এর নেতৃবৃন্দ ও অন্যান্য নারী নেত্রীরা।
মানববন্ধন শেষে উপজেলার সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।