বশেমুরবিপ্রবিপি এর উপাচার্য ড. মো. শহীদুল ইসলামের সাথে শিক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময়
- আপডেট সময় : ০৩:১১:০৫ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪ ২৯ বার পঠিত
বাংলাদেশ কন্ঠ ।।
পিরোজপুর প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর (বশেমুরবিপ্রবিপি)-এর উপাচার্য হিসেবে ২৯ অক্টোবর (মঙ্গলবার)
দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন।
উপাচার্য শিক্ষার্থীদের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার ও সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। উপাচার্য কে পেয়ে শিক্ষার্থীরাও তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন এবং তাঁকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানান।
এ সময় গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ও বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ও প্রক্টর ড. মো. মুছা খান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান ড. সোহাগ বর্মন, গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. এম এম আয়ুব হুসাইন, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক কে. এম. আসলাম উদ্দিন, অর্থ ও হিসাব বিভাগের উপপরিচালক মো. আরাফাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অধ্যাপক ডক্টর মো: শহীদুল ইসলাম বিশ্ববিদ্যালয়টির দ্বিতীয় উপাচার্য। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।