ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল সিটি নির্বাচনে প্রার্থীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি সিইসির

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩ ২৮৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, আমরা আপনাদের অনিয়ম, মাস্তানি, পেশিশক্তির ব্যবহার কঠোরভাবে দমন করব। কোনো প্রার্থীর কর্মী অসৎ আচরণ করলে ওই প্রার্থী ক্ষতিগ্রস্ত হবেন।

শনিবার (২৭ মে) রাতে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিটি নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার প্রথমে কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর এবং মেয়র প্রার্থীদের অভিযোগ শোনেন। পরে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

সিইসি বলেন, গাজীপুরের পরাজিত প্রার্থীও নির্বাচন নিয়ে কোনো অভিযোগ করেননি। বরিশাল সিটি কর্পোরেশন (আকারে) গাজীপুরের এক-তৃতীয়াংশ। সিসিটিভি ক্যামেরা দিয়ে ১২৬টি কেন্দ্র নিয়ন্ত্রণে রাখা হবে। কোনো ধরনের মাস্তানি বা অসৎ আচরণ কঠোরভাবে মোকাবেলা করা হবে।

বৈঠকে আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ইভিএম পদ্ধতির প্রশংসা করলেও জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন এর বিরোধিতা করেন। মেয়র প্রার্থীর প্রশ্নের জবাবে সিইসি বলেন, এখন ইভিএম নিয়ে প্রশ্ন করার সময় নেই, যেহেতু আমরা তফসিল ঘোষণা করেছি। যখন তফসিল ঘোষণা করা হয়েছিল, আপনারা যদি ইভিএমে ভোট দেবেন না বলে নির্বাচন বর্জন করতেন, তাহলে একটা কথা ছিল। কিন্তু নির্বাচন আর কয়েকদিন পরে এখন যদি আপনারা বলেন তাহলে ইভিএম বাদ দিয়ে ব্যালট সংযুক্ত করা কোনোভাবেই সম্ভব নয়। আপনারা যদি মনে করেন আমরা খুব অসৎ, দুর্নীতিবাজ, আমরা ইভিএমে কারচুপি করবো,তাহলে কথাটা মনে হয় ঠিক না।

কাজী হাবিবুল আউয়ালও সততা, নিষ্ঠা ও বুদ্ধিমত্তার সাথে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের দিকে মনোযোগ দিতে প্রার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আমি বলছি না যে আমাদের প্রচেষ্টায় আপনাদের নির্বাচন ভালো হবে। আপনার প্রচেষ্টাও সমান হওয়া উচিত। আপনাদের প্রচেষ্টা সমান না হলে আমাদের এবং আইনশৃঙ্খলা বাহিনীর একক প্রচেষ্টায় তা সম্ভব হবে না। এটি একটি সমন্বিত প্রচেষ্টা হতে হবে।

বরিশাল সিটি নির্বাচনে প্রার্থীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি সিইসির

আপডেট সময় : ০১:৪৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩

নিজস্ব প্রতিনিধি:
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, আমরা আপনাদের অনিয়ম, মাস্তানি, পেশিশক্তির ব্যবহার কঠোরভাবে দমন করব। কোনো প্রার্থীর কর্মী অসৎ আচরণ করলে ওই প্রার্থী ক্ষতিগ্রস্ত হবেন।

শনিবার (২৭ মে) রাতে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিটি নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার প্রথমে কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর এবং মেয়র প্রার্থীদের অভিযোগ শোনেন। পরে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

সিইসি বলেন, গাজীপুরের পরাজিত প্রার্থীও নির্বাচন নিয়ে কোনো অভিযোগ করেননি। বরিশাল সিটি কর্পোরেশন (আকারে) গাজীপুরের এক-তৃতীয়াংশ। সিসিটিভি ক্যামেরা দিয়ে ১২৬টি কেন্দ্র নিয়ন্ত্রণে রাখা হবে। কোনো ধরনের মাস্তানি বা অসৎ আচরণ কঠোরভাবে মোকাবেলা করা হবে।

বৈঠকে আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ইভিএম পদ্ধতির প্রশংসা করলেও জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন এর বিরোধিতা করেন। মেয়র প্রার্থীর প্রশ্নের জবাবে সিইসি বলেন, এখন ইভিএম নিয়ে প্রশ্ন করার সময় নেই, যেহেতু আমরা তফসিল ঘোষণা করেছি। যখন তফসিল ঘোষণা করা হয়েছিল, আপনারা যদি ইভিএমে ভোট দেবেন না বলে নির্বাচন বর্জন করতেন, তাহলে একটা কথা ছিল। কিন্তু নির্বাচন আর কয়েকদিন পরে এখন যদি আপনারা বলেন তাহলে ইভিএম বাদ দিয়ে ব্যালট সংযুক্ত করা কোনোভাবেই সম্ভব নয়। আপনারা যদি মনে করেন আমরা খুব অসৎ, দুর্নীতিবাজ, আমরা ইভিএমে কারচুপি করবো,তাহলে কথাটা মনে হয় ঠিক না।

কাজী হাবিবুল আউয়ালও সততা, নিষ্ঠা ও বুদ্ধিমত্তার সাথে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের দিকে মনোযোগ দিতে প্রার্থীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আমি বলছি না যে আমাদের প্রচেষ্টায় আপনাদের নির্বাচন ভালো হবে। আপনার প্রচেষ্টাও সমান হওয়া উচিত। আপনাদের প্রচেষ্টা সমান না হলে আমাদের এবং আইনশৃঙ্খলা বাহিনীর একক প্রচেষ্টায় তা সম্ভব হবে না। এটি একটি সমন্বিত প্রচেষ্টা হতে হবে।