ফেসবুকের অটো প্লে বন্ধ করার কৌশল
- আপডেট সময় : ০৬:৫৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩ ১৫১ বার পঠিত

তথ্য ডেস্ক:
মেটা বিশ্বের অন্যতম জনপ্রিয় টেক জায়ান্ট। যার অধীনে রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় সব সামাজিক যোগাযোগ মাধ্যম। বিশ্বের প্রায় প্রতিটি দেশেই ফেসবুক ব্যবহারকারী রয়েছে।
কোনো না কোনো কারণে সারাক্ষণ ফেসবুকে সময় কাটাচ্ছেন। ফেসবুক ব্যবহার করার সময় অনেক ভিডিও আসে। আপনি দেখতে না চাইলেও এগুলো অটো প্লে হয়। যেহেতু এটি আপনার ফোনের ডেটা গ্রাস করে। আবার, অনেক সময় ভিডিওটি অন্যদের সামনে চালানো হয় ফলে বিব্রত হতে হয়।
কিন্তু আপনি চাইলে ফেসবুকের অটো-প্লে ভিডিও বন্ধ করে দিতে পারেন। যেভাবে করবেন-
>> আপনার ফোনে থাকা ফেসবুক অ্যাপটিতে প্রবেশ করুন।
>> এবার ওপরের ডান দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
>> এরপর পরের পৃষ্ঠার নিচে স্ক্রল করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশন থেকে ‘সেটিংস’ নির্বাচন করতে হবে।
>> এবার প্রেফারেন্স ট্যাবের নিচে থাকা ‘মিডিয়া’ অপশনে ক্লিক করতে হবে।
>> অটো প্লে অপশনের নিচে থাকা ‘নেভার অটো প্লে ভিডিওস’ নির্বাচন করলেই ফেসবুক ফিডে থাকা ভিডিওগুলো স্বয়ংক্রিয়ভাবে আর চালু হবে না।













