সংবাদ শিরোনাম :
ফরিদপুরে নানান ধরনের কবুতরের হাট
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৫:২৭:১৮ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ২৫ বার পঠিত
বাংলাদেশ কন্ঠ ।।
ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর শহরের লক্ষ্মীপুর রেল স্টেশনের পাশেই কবুতরের হাট।আর এ হাটের পাশাপাশি বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের পশু পাখি। এরমধ্যে বিক্রি হচ্ছে পোষা বিলাতি কুকুর যার দাম চাওয়া হচ্ছে প্রতিটি ১০ হাজার টাকা করে। তবে এই দামে তিনি তার পোষা কুকুরগুলি বিক্রি করতে পেরেছেন কিনা তা অবশ্য জানা যায়নি। সোমবার সকালে হাটে দেখা যায় এখানে শুধু কবুতর নয় বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের পশুও পাখি এরমধ্যে দেশি কবুতর ৬০০ টাকা। সিরাজী লাক্ষা ফেন্সিং কিং, গিয়াসলি লাল চিলি , পুমা , এক থেকে পাঁচ হাজার টাকা জোড়া। বিভিন্ন প্রজাতির পাখির মধ্যে রয়েছে বাজিগর , টিয়া, এছাড়া দেশি মুরগি চায়না মুরগি, মোরগ খরগোশ, হাস, কোয়েল পাখিও বিক্রি হচ্ছে এখানে। প্রতি সপ্তাহের সোমবার ও বৃহস্পতিবার শহরে রেলওয়ে প্লাটফর্মের সামনে এই হাট অনুষ্ঠিত হয় । সকাল আটটা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই হট অনুষ্ঠিত হয় । তবে বেশিরভাগ ক্রেতা সাধারণ সৌখিন ধরনের। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী শিক্ষক শিক্ষিকা এখান থেকে পশু পাখি সংগ্রহ করেন। তবে বাজার থেকে অনেক ক্ষেত্রেই ঝামেলা কমের কারণে এবং মোটামুটি একটা সুবিধাজনক দামে তারা পশু পাখি কিনতে পারেন বলে এখান থেকে সংগ্রহ করেন। এখানে সকাল আটটা থেকে বিকেল চারটা পাঁচটা পর্যন্ত বেচাকেনা হয় তবে সকাল ৯ টা থেকে বেলা ১ টা পর্যন্ত বেচাকেনা ভালো হয় বলে বিক্রেতারা জানান। এসব পশু পাখির সাথে খাঁচা ,পশু পাখির খাদ্য ও বিক্রি করা হয় তবে তার জন্য অতিরিক্ত টাকা দিতে হয় বলে তারা জানান।