ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo অপো’র ১০ বছর পূর্তি উপলক্ষে এ৩এক্স হ্যান্ডসেটের উপর অফারের ঘোষণা মূল্যছাড় ও বাই ওয়ান গেট ওয়ান Logo গতিতে নাকাল পাকিস্তান, ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১১৭ Logo রাজশাহীতে শুটিং হওয়া ফারুকীর ‌‘৮৪০’ আসছে Logo শিগগির চালু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট Logo বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট, ক্রেতারা ফিরছেন খালি হাতে Logo ভয়মুক্ত সম্প্রীতিময় নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি: প্রধান উপদেষ্টা Logo বর্ষপূর্তিতে স্মার্টফোন কিনলে উপহার ও ছাড় দেবে ভিভো Logo যুব বিশ্বকাপ ২০২৫ এ খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ জাতীয় যুব হকি দলকে বিমান বাহিনী প্রধানের সংবর্ধনা Logo এবার শুটিং সেটে সালমানকে হত্যার হুমকি Logo বাংলাদেশের সঙ্গে উগ্র আচরণ করে শাস্তি পেলেন দুই ক্যারিবিয়ান

ফরিদপুরে নানান ধরনের  কবুতরের হাট 

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২৭:১৮ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ২৫ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর শহরের লক্ষ্মীপুর রেল স্টেশনের পাশেই কবুতরের হাট।আর এ হাটের পাশাপাশি বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের পশু পাখি। এরমধ্যে ‌‌ বিক্রি হচ্ছে ‌ পোষা বিলাতি কুকুর যার দাম চাওয়া হচ্ছে ‌ প্রতিটি ১০ হাজার টাকা করে। তবে এই দামে তিনি তার পোষা কুকুরগুলি বিক্রি করতে পেরেছেন কিনা তা অবশ্য জানা যায়নি।   সোমবার সকালে হাটে দেখা যায় এখানে শুধু কবুতর নয় ‌ বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের পশুও পাখি ‌এরমধ্যে ‌দেশি কবুতর ৬০০ টাকা। সিরাজী লাক্ষা ফেন্সিং কিং, গিয়াসলি  লাল চিলি , পুমা , এক থেকে পাঁচ হাজার টাকা জোড়া।  বিভিন্ন প্রজাতির পাখির মধ্যে রয়েছে বাজিগর , টিয়া, এছাড়া দেশি মুরগি চায়না মুরগি, মোরগ  খরগোশ, হাস, কোয়েল পাখিও বিক্রি হচ্ছে এখানে। প্রতি সপ্তাহের  সোমবার ও বৃহস্পতিবার শহরে রেলওয়ে প্লাটফর্মের সামনে এই হাট অনুষ্ঠিত হয় ‌। সকাল আটটা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই হট অনুষ্ঠিত হয় ।  তবে বেশিরভাগ ক্রেতা সাধারণ সৌখিন ধরনের। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী শিক্ষক শিক্ষিকা এখান থেকে পশু পাখি সংগ্রহ করেন। তবে বাজার থেকে অনেক ক্ষেত্রেই ঝামেলা কমের কারণে এবং মোটামুটি একটা সুবিধাজনক দামে তারা পশু পাখি কিনতে পারেন বলে এখান থেকে সংগ্রহ করেন। এখানে সকাল আটটা থেকে বিকেল চারটা পাঁচটা পর্যন্ত বেচাকেনা হয় তবে সকাল ৯ টা থেকে বেলা‌ ১ টা পর্যন্ত বেচাকেনা ভালো হয় বলে বিক্রেতারা জানান। এসব পশু পাখির সাথে খাঁচা ,পশু পাখির খাদ্য ও বিক্রি করা হয় তবে তার জন্য অতিরিক্ত টাকা দিতে হয় বলে তারা জানান।
ট্যাগস :

ফরিদপুরে নানান ধরনের  কবুতরের হাট 

আপডেট সময় : ০৫:২৭:১৮ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

বাংলাদেশ কন্ঠ ।।

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর শহরের লক্ষ্মীপুর রেল স্টেশনের পাশেই কবুতরের হাট।আর এ হাটের পাশাপাশি বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের পশু পাখি। এরমধ্যে ‌‌ বিক্রি হচ্ছে ‌ পোষা বিলাতি কুকুর যার দাম চাওয়া হচ্ছে ‌ প্রতিটি ১০ হাজার টাকা করে। তবে এই দামে তিনি তার পোষা কুকুরগুলি বিক্রি করতে পেরেছেন কিনা তা অবশ্য জানা যায়নি।   সোমবার সকালে হাটে দেখা যায় এখানে শুধু কবুতর নয় ‌ বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের পশুও পাখি ‌এরমধ্যে ‌দেশি কবুতর ৬০০ টাকা। সিরাজী লাক্ষা ফেন্সিং কিং, গিয়াসলি  লাল চিলি , পুমা , এক থেকে পাঁচ হাজার টাকা জোড়া।  বিভিন্ন প্রজাতির পাখির মধ্যে রয়েছে বাজিগর , টিয়া, এছাড়া দেশি মুরগি চায়না মুরগি, মোরগ  খরগোশ, হাস, কোয়েল পাখিও বিক্রি হচ্ছে এখানে। প্রতি সপ্তাহের  সোমবার ও বৃহস্পতিবার শহরে রেলওয়ে প্লাটফর্মের সামনে এই হাট অনুষ্ঠিত হয় ‌। সকাল আটটা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই হট অনুষ্ঠিত হয় ।  তবে বেশিরভাগ ক্রেতা সাধারণ সৌখিন ধরনের। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী শিক্ষক শিক্ষিকা এখান থেকে পশু পাখি সংগ্রহ করেন। তবে বাজার থেকে অনেক ক্ষেত্রেই ঝামেলা কমের কারণে এবং মোটামুটি একটা সুবিধাজনক দামে তারা পশু পাখি কিনতে পারেন বলে এখান থেকে সংগ্রহ করেন। এখানে সকাল আটটা থেকে বিকেল চারটা পাঁচটা পর্যন্ত বেচাকেনা হয় তবে সকাল ৯ টা থেকে বেলা‌ ১ টা পর্যন্ত বেচাকেনা ভালো হয় বলে বিক্রেতারা জানান। এসব পশু পাখির সাথে খাঁচা ,পশু পাখির খাদ্য ও বিক্রি করা হয় তবে তার জন্য অতিরিক্ত টাকা দিতে হয় বলে তারা জানান।