প্রধান উপদেষ্টাকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের স্ত্রীর খোলা চিঠি
- আপডেট সময় : ০২:৫৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ৫৩ বার পঠিত
বাংলাদেশ কন্ঠ ।।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে খোলা চিঠি লিখেছেন সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের স্ত্রী আয়েশা সুলতানা। মঙ্গলবার (২৯ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের মাধ্যমে এ চিঠি দেন তিনি।
আয়েশা সুলতানা চিঠিতে লিখেছেন, ‘‘মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আমার সালাম এবং আন্তরিক শুভেচ্ছা নিবেন। আমি নিম্নস্বাক্ষরকারী চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে আপনার নেতৃত্বাধীন স্কাউট টিম মেম্বার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের স্ত্রী।
দেশের বিশেষ পরিস্থিতিতে আপনি বাংলাদেশ সরকারের দায়িত্ব গ্রহণ করেছেন। শপথগ্রহণের পর আপনি আইনের শাসন বজায় রাখার এবং দুঃশাসনের অবসানের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো রাজধানীর পল্টন থানায় ২০২২ সালের ৭ ডিসেম্বরের ঘটনায় একটি হত্যা মামলায় আমার স্বামী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে (৮২) অসৎ উদ্দেশ্য নিয়ে মিথ্যা মামলায় আসামি করা হলো। যার নম্বর-৪৮/৪০২। অথচ ২০২২ সালের ৭ ডিসেম্বর তিনি ছিলেন কক্সবাজারে। ওই মামলা গত ২৭ অক্টোবর ডিবি পুলিশ বসুন্ধরার বাসভবন থেকে তাকে গ্রেফতার করে।
পল্টন থানায় মামলার পর তার বিরুদ্ধে তিন থেকে দশ বছর আগের ঘটনায় মামলা করা হয়েছে বেশিরভাগ মামলাই বিগত কয়েকদিনে হয়েছে যেগুলো বানোয়াট এবং বেশ তাড়াহুড়ো করে দায়ের করা হয়েছে। জোরারগঞ্জ থানার মামলা নম্বর-৩, ৬ অক্টোবর, মামলা নম্বর-১৭, তারিখ ৮ অক্টোবর, মীরসরাই থানার মামলা নম্বর-১৮, তারিখ ২৪ অক্টোবর।
গত কয়েক বছর ধরে তিনি গুরুতর শারীরিক অসুস্থতায় ভুগছেন। তিনি বছর দুয়েক পূর্বে সিঁড়িতে পড়ে গুরুতর অসুস্থ হলে বঙ্গবন্ধু মেডিকেলে তার বড় হিপ সার্জারি হয়। কিন্তু ত্রুটিপূর্ণ সার্জারি হওয়াতে তিনি কারও সহায়তা ছাড়া হাঁটতে পারেন না। গ্রেফতারের সময় তার হুইলচেয়ারটিও সাথে নেওয়া হয়নি। সাম্প্রতিক কোভিড-১৯ সংক্রমণের কারণে বেড়ে যাওয়া পারকিনসন রোগ এবং আন্তঃস্থায়ী ফুসফুসের রোগের সাথে চলমান লড়াই যার ফলে তার শ্বাস-প্রশ্বাসের অবস্থা দুর্বল হয়ে পড়ে। তার ভারসাম্যহীনতা এবং পারকিনসনের কারণে তিনি প্রায়শই পড়ে যাচ্ছেন।
মার্কিন যুক্তরাষ্ট্রে এবং বাংলাদেশে তার স্বাস্থ্য পরিচর্যার সাথে জড়িত নিউরোলজিস্ট, অর্থোপেডিক সার্জন, পালমোনোলজিস্ট এবং ফিজিওথেরাপিস্ট তার স্বাস্থ্যের জন্য সমাধান করতে এবং আরও অবনতিরোধ করতে অবিলম্বে চিকিৎসা হস্তক্ষেপের সুপারিশ করেছেন।
তিনি মুক্তিযুদ্ধের সময় শুভপুর ব্রিজ উড়িয়ে দিয়ে আপনার জন্মস্থান চট্টগ্রাম এবং বাসিন্দাদের পাকবাহিনীর গণহত্যা থেকে রক্ষা করেছিলেন, বড় বড় দুঃসাহসিক অভিযান চালিয়ে পাকবাহিনীর বুকে কাঁপন ধরিয়ে দিয়েছেন। তৎকালীন খুব কম জনপ্রতিনিধি রণাঙ্গনে সম্মুখযুদ্ধ করেছিলেন তিনি হাতেগোনাদের মধ্যে একজন। তিনি সাতবার এমপি ছিলেন, দুবার মন্ত্রী ছিলেন। একাধিকবার প্রতিপক্ষের আক্রমণে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন; কিন্তু কারও প্রতি প্রতিহিংসাপরায়ণ ছিলেন না। কারও ক্ষতি করেন নাই তিনি। জীবনভর উদারনৈতিক রাজনীতি করেছেন। তিনি আওয়ামী লীগের রাজনীতি করেছেন। কিন্তু যখন তিনি জনপ্রতিনিধি তখন তিনি দলমতের ভেদাভেদ করেন নাই।
আপনার নেতৃত্বাধীন সরকার মিথ্যা মামলা, বেআইনি গ্রেফতার হয়রানিকে প্রশয় দেবে না বলে বিশ্বাস করি। এমতাবস্থায় নানান শারীরিক জটিলতায় আক্রান্ত ৮২ বছর বয়স্ক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মিথ্যা মামলার জামিনে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি।’’