সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনার সার্বিক খোঁজখবর রাখছেন
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০১:৩৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩ ১৬৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগুন নিয়ন্ত্রণসহ সার্বিক কার্যক্রমের সমন্বয়ও করছেন তিনি।
রাজধানীর বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট। সেনা ও বিমান বাহিনী, নৌবাহিনী ও বিজিবি সদস্যরাও যোগ দিয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ফায়ার সার্ভিস আগুনের খবর পায়।
আইএসপিআর জানায়, বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর একটি যৌথ সহায়তা দল এবং বাংলাদেশ বিমান বাহিনীর একটি সহায়তা দল এবং একটি হেলিকপ্টার কাজ করছে।
এছাড়া নৌবাহিনীর সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে যোগ দেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি ।













