ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

প্রধানমন্ত্রীর উপহার ট্যাব পেলেন খানসামার ২৮২ জন মেধাবী শিক্ষার্থী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০০:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩ ৫৫ বার পঠিত

চৌধুরী নুপুর নাহার তাজ ,দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের খানসামায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জনশুমারি ও গৃহ গননায় ব্যবহৃত ট্যাব বিতরণ করা হয়েছে।
আজ সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা হলরুমে জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্প, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পৃষ্ঠপোষকতায় উপজেলার ৪৭ টি মাধ্যমিক স্কুলের ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী ২৮২ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ হিসেবে এই ট্যাব তুলে দেন খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে প্রয়োজন স্মার্ট নাগরিক। তাই আমাদের শিক্ষার্থীদের স্মার্ট ভাবে গড়ে তুলতে হবে। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহার সঠিকভাবে ব্যবহার করতে হবে। প্রধানমন্ত্রীর এই উপহার শিক্ষার্থীদের লেখাপড়ায় অনেক ভূমিকা পালন করবে।’
ট্যাব পেয়ে শিক্ষার্থীরা বলেন, ‘এই ট্যাব পেয়ে আমরা খুবই খুশি এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। এর মাধ্যমে আমরা অনলাইন ক্লাসসহ ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন বিষয়ে জ্ঞান আহরণ করতে পারবো। এতে আমরা অনেক উপকৃত হবো।’
উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের তদন্ত অফিসার অভিজিৎ কুমার কুন্ডু এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও ও এ্যাসিল্যান্ড মারুফ হাসান। এসময় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৪৭ টি মাধ্যমিক স্কুলের শিক্ষক, ২৮২ জন শিক্ষার্থীসহ আরো অনেকে।

প্রধানমন্ত্রীর উপহার ট্যাব পেলেন খানসামার ২৮২ জন মেধাবী শিক্ষার্থী

আপডেট সময় : ০৬:০০:০৭ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩

চৌধুরী নুপুর নাহার তাজ ,দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের খানসামায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জনশুমারি ও গৃহ গননায় ব্যবহৃত ট্যাব বিতরণ করা হয়েছে।
আজ সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা হলরুমে জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্প, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পৃষ্ঠপোষকতায় উপজেলার ৪৭ টি মাধ্যমিক স্কুলের ৯ম ও ১০ম শ্রেণির মেধাবী ২৮২ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ হিসেবে এই ট্যাব তুলে দেন খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়তে প্রয়োজন স্মার্ট নাগরিক। তাই আমাদের শিক্ষার্থীদের স্মার্ট ভাবে গড়ে তুলতে হবে। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহার সঠিকভাবে ব্যবহার করতে হবে। প্রধানমন্ত্রীর এই উপহার শিক্ষার্থীদের লেখাপড়ায় অনেক ভূমিকা পালন করবে।’
ট্যাব পেয়ে শিক্ষার্থীরা বলেন, ‘এই ট্যাব পেয়ে আমরা খুবই খুশি এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ। এর মাধ্যমে আমরা অনলাইন ক্লাসসহ ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন বিষয়ে জ্ঞান আহরণ করতে পারবো। এতে আমরা অনেক উপকৃত হবো।’
উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের তদন্ত অফিসার অভিজিৎ কুমার কুন্ডু এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও ও এ্যাসিল্যান্ড মারুফ হাসান। এসময় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৪৭ টি মাধ্যমিক স্কুলের শিক্ষক, ২৮২ জন শিক্ষার্থীসহ আরো অনেকে।