প্রথমবারের মতো আইপিএল খেলতে নামার অপেক্ষায় লিটন
- আপডেট সময় : ০২:০১:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩ ৭৭ বার পঠিত
নিজস্ব প্রতিনিধি:
প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার অপেক্ষায় বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস। মাত্র কয়েকদিন আগে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড করা লিটন এখন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তাঁবুতে। সবকিছু ঠিক থাকলে শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে কলকাতার পরবর্তী ম্যাচে খেলার সুযোগ পেতে পারেন তিনি।
আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততায় একটু দেরিতে যোগ দিলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ২ দিনের অতিরিক্ত ছুটি পেয়েছেন লিটন। দলে যোগদানের পর তিনি রিংকু সিং-এর এক ইনিংসে টানা ৫ ছক্কায় দলকে জেতান এ নিয়ে চারদিকে গল্প শুনে এবং এ বিষয়ে নিজের মতামত জানান।
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট না খেলেই আইপিএলে যাওয়ার ছাড়পত্র চেয়েছিলেন লিটন। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান অবশ্য সেই এনওসি পাননি। টেস্ট শেষ করে তিনি ভারতে যান। বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ১ মে পর্যন্ত এনওসি পেয়েছেন। একই দিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ডে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। কিন্তু আইপিএলে দেরি হওয়ায় ২ দিন অতিরিক্ত পাবেন লিটন।