প্রতিবন্ধী মহিলাকে খুঁজে ফিরছে তার দুই পুত্র
- আপডেট সময় : ০৭:৪৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩ ৩৬ বার পঠিত
রাশেদুজ্জামান, নওগাঁ প্রতিনিধি:
মোছাঃ আছিয়া বেগম নামের ৫০ বছর এক বাক ও শ্রবণ প্রতিবন্ধী মহিলাকে খুঁজে ফিরছে তার দুই পুত্র সন্তান। অনুসন্ধানের অংশ হিসেবে তারা বিভিন্ন এলাকায় মায়ের ছবি সম্বলিত লিফলেট প্রচার করছে। কেঁদে কেঁদে সব জায়গায় হন্যে হয়ে খুঁজে ফিরছে। প্রায় দেড় মাস অতিবাহিত হলেও তার সন্ধান না পেয়ে দুই পুত্র হতাশ হয়ে পড়েছে।
মোঃ আছিয়া বেগম জেলার সাপাহার উপজেলাধীন তিলনা চাচাহার গ্রামের মোঃ নুরুল ইসলামের স্ত্রী। ঐ মহিলা বাক ও শ্রবণ প্রতিবন্ধী। গত ১৬ ফেব্রুয়ারী ২০২৩ বৃহস্পতিবার দুপুরে সাপাহার এলাকা থেকে নিখোঁজ হয়। কোথাও খুঁজে না পেয়ে ১৯-০২-২০২৩ তারিখে সাপাহার থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ৭৫৮।
থানায় দায়েরকৃত মামলার বিবরণ অনুযায়ী আছিয়া বেগমের শারিরীক বিবরণে জানা গেছে তার মুখোমন্ডল গোলাকার, গায়ের রঙ উজ্জ্বল, উচ্চতা ৫ফুট ৩ ইঞ্চি এবং নাক চ্যাপ্টা।