পেঁয়াজ আমদানির বিষয়ে আগামী দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে: কৃষিমন্ত্রী
- আপডেট সময় : ০১:৫৯:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩ ১৪৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বাজারে পেঁয়াজের অস্বাভাবিক দামের কথা উল্লেখ করেন কৃষিমন্ত্রী। আবদুর রাজ্জাক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানি করা হবে কি না, তা আগামী দুই-একদিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে।
রোববার (২১ মে) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শনিবার প্রতি মণ পেঁয়াজের দাম ৩০০ থেকে ৪০০ টাকা কমেছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, স্থানীয়ভাবে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে না আনলে ভারত থেকে আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে। পেঁয়াজের দাম যেন ৪৫ টাকার বেশি না হয়। পেঁয়াজ আমদানি হলে তা ৪৫ টাকার নিচে চলে আসবে।
আবদুর রাজ্জাক বলেন, ‘সবকিছুরই একটা ধারাবাহিকতা থাকে। কিন্তু গত এক সপ্তাহে পেঁয়াজের দাম ধরে রাখা যায়নি। সাধারণত বাজার চাহিদা ও সরবরাহের উপর নির্ভর করে। গত বছর পর্যাপ্ত পেঁয়াজ থাকা সত্ত্বেও কিছু অসাধু আড়ৎদারের কারণে অনেক পেঁয়াজ গুদামে পঁচে গেছে।’
বাংলাদেশ শস্য খাদ্যে স্বয়ংসম্পূর্ণ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমাদের মোট জমির ৬০ শতাংশ চাষ করা হয়। আবার একই জমিতে একাধিক ফসল হয়। আমাদের দেশের মোট জনসংখ্যার সঙ্গে প্রতিবছর প্রায় ২০ থেকে ২৪ লাখ মানুষ নতুন করে যোগ হচ্ছে। খাদ্যশস্যে আমরা স্বয়ংসম্পূর্ণ হলেও প্রতি বছর এই জনসংখ্যা বৃদ্ধির কারণে বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা বেশি।’
এ সময় পেঁয়াজের দাম ২৫ থেকে ৩০ টাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানান ডা. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ‘আমরা বিষয়টি মনিটরিং করছি। আমরা মাঠ পর্যায়ে আমাদের কর্মকর্তাদের পাঠিয়েছি। তারা দেখেছেন, কৃষকদের ঘরে পেঁয়াজ থাকলেও দাম বাড়বে এই আশায় অনেকেই সেগুলো মজুদ করে রাখছেন। এতে দাম বাড়ছে।’
















