ঢাকা ১১:২৫ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশ-বিএনপি সংঘর্ষ:কিশোরগঞ্জে ২ নেতা নিহত, আড়াইহাজার রণক্ষেত্র

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ ১৩১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
আজ থেকে সারা দেশে তিনদিনের অবরোধ কর্মসূচি ডেকেছে বিএনপি। এই অবরোধ কর্মসূচিকে ঘিরে দেশের কিছু কিছু জেলায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে কিশোরগঞ্জে ২ নেতা নিহত হয়েছে এবং আড়াইহাজার পরিণত হয়েছে রণক্ষেত্রে বলে জানা গেছে।

সূত্র অনুযায়ী, কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষে শেফায়েত উল্লাহ (২০) নামে এক ছাত্রদল নেতা ও বিল্লাল হোসেন (৩০) নামে এক কৃষকদল নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি। তবে পুলিশ জানিয়েছে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার চিসুটি এলাকায় এ ঘটনা ঘটে।

কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নুরুল মিল্লাত বলেন, ‘আমাদের মিছিল ছিল খুবই শান্তিপূর্ণ। শান্তিপূর্ণ মিছিলে পুলিশ নির্বিচার গুলি ছোড়ে। পুলিশের গুলিতে রিফাত ও বিল্লাল নামে আমাদের দুইজন নেতা মারা যান।’

এদিকে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মস্তুফা বলেন, মিছিলকারীরা প্রথমে পুলিশের ওপর হামলা চালান। হামলায় অন্তত ২০ জন আহত হন। তাঁদের অনেকে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। ওসি বলেন, তাঁর জানামতে এ ঘটনায় একজন মারা গেছেন। তবে সেটি গুলিতে, নাকি অন্য কোনো কারণে মারা গেছেন, তা নিশ্চিত নয়।

এছাড়া শতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ ও আহত হয়েছেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের সময় বিএনপির নেতা-কর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন। তখন যুবলীগের কর্মীরা ঘটনাস্থলে এলে তাদেরও ধাওয়া দেন বিএনপির কর্মীরা। এসময় ঘটনাস্থল ও আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্য, বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মী ও যুবলীগের কয়েকজন নেতা-কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে দুই পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পানচুরখী এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হুমায়ুন কবির মোল্লা, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল মতিন, পুলিশ কনস্টেবল নুরুলসহ আরও বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু বলেন, বিএনপি নেতাকর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পুলিশের ওপরও হামলা চালায়। এ সময় দুই পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করে। এছাড়া আরও পুলিশ সদস্যকে পিটিয়ে জখম করা হয়।

দেশের অন্য প্রান্ত চট্টগ্রামে আকবর শাহ থানা এলাকা থেকে বিএনপির ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এছাড়া ৭টি ককটেল উদ্ধার করা হয়েছে।

পুলিশ-বিএনপি সংঘর্ষ:কিশোরগঞ্জে ২ নেতা নিহত, আড়াইহাজার রণক্ষেত্র

আপডেট সময় : ০২:৪৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩

নিজস্ব প্রতিনিধি:
আজ থেকে সারা দেশে তিনদিনের অবরোধ কর্মসূচি ডেকেছে বিএনপি। এই অবরোধ কর্মসূচিকে ঘিরে দেশের কিছু কিছু জেলায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে কিশোরগঞ্জে ২ নেতা নিহত হয়েছে এবং আড়াইহাজার পরিণত হয়েছে রণক্ষেত্রে বলে জানা গেছে।

সূত্র অনুযায়ী, কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষে শেফায়েত উল্লাহ (২০) নামে এক ছাত্রদল নেতা ও বিল্লাল হোসেন (৩০) নামে এক কৃষকদল নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি। তবে পুলিশ জানিয়েছে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার চিসুটি এলাকায় এ ঘটনা ঘটে।

কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নুরুল মিল্লাত বলেন, ‘আমাদের মিছিল ছিল খুবই শান্তিপূর্ণ। শান্তিপূর্ণ মিছিলে পুলিশ নির্বিচার গুলি ছোড়ে। পুলিশের গুলিতে রিফাত ও বিল্লাল নামে আমাদের দুইজন নেতা মারা যান।’

এদিকে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মস্তুফা বলেন, মিছিলকারীরা প্রথমে পুলিশের ওপর হামলা চালান। হামলায় অন্তত ২০ জন আহত হন। তাঁদের অনেকে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। ওসি বলেন, তাঁর জানামতে এ ঘটনায় একজন মারা গেছেন। তবে সেটি গুলিতে, নাকি অন্য কোনো কারণে মারা গেছেন, তা নিশ্চিত নয়।

এছাড়া শতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ ও আহত হয়েছেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের সময় বিএনপির নেতা-কর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন। তখন যুবলীগের কর্মীরা ঘটনাস্থলে এলে তাদেরও ধাওয়া দেন বিএনপির কর্মীরা। এসময় ঘটনাস্থল ও আশপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্য, বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মী ও যুবলীগের কয়েকজন নেতা-কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে দুই পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পানচুরখী এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হুমায়ুন কবির মোল্লা, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল মতিন, পুলিশ কনস্টেবল নুরুলসহ আরও বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু বলেন, বিএনপি নেতাকর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পুলিশের ওপরও হামলা চালায়। এ সময় দুই পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করে। এছাড়া আরও পুলিশ সদস্যকে পিটিয়ে জখম করা হয়।

দেশের অন্য প্রান্ত চট্টগ্রামে আকবর শাহ থানা এলাকা থেকে বিএনপির ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এছাড়া ৭টি ককটেল উদ্ধার করা হয়েছে।