পুত্র নাকি কন্যাসন্তান চান রণবীর?
- আপডেট সময় : ০২:৩১:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ৯৩ বার পঠিত
নিজস্ব প্রতিনিধি:
বিয়ের পাঁচ বছর পর বাবা-মা হতে চলেছেন বলিউড তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। চলতি বছরের সেপ্টেম্বরে তাদের বাড়িতে নতুন অতিথি আসছে। সম্প্রতি পুত্র নাকি কন্যাসন্তান চান সে প্রসঙ্গে নিজের মনের ইচ্ছের কথা জানালেন হবু বাবা রণবীর।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, একসময় রণবীর জানিয়েছিলেন তার কন্যাসন্তান চাই যাকে দেখতে হবে একেবারে দীপিকার মতো। কিন্তু সম্প্রতি অভিনেতাকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ঈশ্বরের মন্দিরে গিয়ে প্রসাদ নিয়ে বাছবিচার কি করি আমরা? না। তাই ঈশ্বর যা দেবেন তাতেই আমি খুশি।’
তবে এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন, সন্তানের নামও ঠিক করে রেখেছেন রণবীর। ছেলে হলে নাকি নাম রাখবেন শৌর্যবীর সিং।
এদিকে, গর্ভাবস্থার দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করলেন অভিনেত্রী। যদিও দীপিকার দিকে তাকালে বোঝার উপায় নেই। এদিকে অনেকেই বলতে শুরু করেছেন হয়তো সারোগেসির সাহায্য নিচ্ছেন এই দম্পতি। তবে এ বিষয়ে তারা এখনো কোনো মন্তব্য করেননি।
দীপিকা মা হচ্ছেন খবর প্রকাশ্যে আসার পর থেকেই বরাবরই স্ত্রীকে আগলে রাখতে দেখা গেছে অভিনেতাকে। অনন্ত অ্যাম্বানির প্রাক্-বিবাহ অনুষ্ঠান হোক, কিংবা বিমানবন্দরে ছাড়তে আসা-দীপিকাকে সব সময় আগলে রাখতে দেখা যায় রণবীরকে।