পিরোজপুরে ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার
- আপডেট সময় : ০৩:২১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ৩৫ বার পঠিত
বাংলাদেশ কন্ঠ ।।
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের এর দিকনির্দেশনায় ও তত্ত্বাবধানে ২৫ নভেম্বর ২০২৪ তারিখ রাত্র আনুমানিক ৯.০০ মিনিটে ডিবি পুলিশের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ১ কেজি অবৈধ মাদকদ্রব্য গাজা সহ ২ জনকে আটক করা হয়। পিরোজপুর পৌরসভাধীন ০৯ নং ওয়ার্ড কুমিরমারা বেকুটিয়া ব্রীজ টোল প্লাজা’র পূর্ব পাশে ভ্রাম্যমান মাছের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর ডিবি পুলিশ চেকপোষ্ট অভিযান পরিচালনা করিয়া,বিদ্যুৎ ঘোষ(৩৫) ও মোঃ সাইদুল ইসলাম সাকিব (২০) কে যথাক্রমে ৮০০ গ্রাম ও ২০০গ্রাম মোট ০১ কেজি নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতার করা হয়। জব্দকৃত গাঁজার অবৈধ বাজারমূল্য অনুমানিক ৬০,০০০/-(ষাট হাজার) টাকা। এ বিষয়ে পিরোজপুর সদর থানায় নিয়মিত মাদক মামলা করা হয়েছে। উক্ত মামলায় আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলখানায় প্রেরণ করা হয়েছে।এ ব্যাপারে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) বলেন,পিরোজপুর জেলার পুলিশ সুপার স্যারের দিকনির্দেশনায় মাদক সংক্রান্ত মামলাসমূহ তদন্ত করে মাদকের মূল উৎস, মাদক সরবরাহকারী, মাদক কারবারী ও মাদক সেবীদেরকেও আইনের আওতায় আনা হবে। পিরোজপুর জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে থানা পুলিশ ও ডিবির এই বিশেষ মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।