ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানে নিরাপত্তাবাহিনী-সন্ত্রাসী তুমুল গোলাগুলি, লেফটেন্যান্টসহ নিহত ১৬

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫ ১৫১ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানজুড়ে অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এতে নিরাপত্তা বাহিনীর চার সদস্যসহ ১৬ জন নিহত হয়েছে বলে পাকিস্তানের মিডিয়া উইংয়ের পক্ষ থেকে বলা হয়েছে। খবর ডনের। পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, অভিযানে নিহতদের মধ্যে রয়েছে ভারতীয় প্রক্সি গোষ্ঠীর ১২ সন্ত্রাসী। সেইসঙ্গে সন্ত্রাসীদের সঙ্গে তুমুল গুলিবিনিময়ে লেফটেন্যান্টসহ চার সেনা শহীদ হয়েছেন।  আইএসপিআর বলছে, বৃহস্পতিবার রাতে নর্থ ওয়াজিরিস্তান এবং ছিত্রাল জেলায় অভিযানে সাতজন সন্ত্রাসী নিহত হয়। নর্থ ওয়াজিরিস্তানের শাওয়ালে একটি তল্লাশি চৌকিতে ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসীরা হামলার চেষ্টা চালায়। আমাদের নিরাপত্তা বাহিনী কার্যকরভাবে এই হামলা প্রতিহত করেছে। এতে গোলাগুলিতে সাত সন্ত্রাসীকে নরকে পাঠানো হয়েছে।

এ ছাড়া ছিত্রাল জেলায় নিরাপত্তা বাহিনী একজন সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করেছে। পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আরও জানিয়েছে, এর আগে বেলুচিস্তানে পৃথক দুই অভিযানে পাঁচজন সন্ত্রাসীকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলার ঘটনা ঘটছে।

ট্যাগস :

পাকিস্তানে নিরাপত্তাবাহিনী-সন্ত্রাসী তুমুল গোলাগুলি, লেফটেন্যান্টসহ নিহত ১৬

আপডেট সময় : ০২:২৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫

বাংলাদেশ কণ্ঠ ।।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানজুড়ে অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এতে নিরাপত্তা বাহিনীর চার সদস্যসহ ১৬ জন নিহত হয়েছে বলে পাকিস্তানের মিডিয়া উইংয়ের পক্ষ থেকে বলা হয়েছে। খবর ডনের। পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, অভিযানে নিহতদের মধ্যে রয়েছে ভারতীয় প্রক্সি গোষ্ঠীর ১২ সন্ত্রাসী। সেইসঙ্গে সন্ত্রাসীদের সঙ্গে তুমুল গুলিবিনিময়ে লেফটেন্যান্টসহ চার সেনা শহীদ হয়েছেন।  আইএসপিআর বলছে, বৃহস্পতিবার রাতে নর্থ ওয়াজিরিস্তান এবং ছিত্রাল জেলায় অভিযানে সাতজন সন্ত্রাসী নিহত হয়। নর্থ ওয়াজিরিস্তানের শাওয়ালে একটি তল্লাশি চৌকিতে ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসীরা হামলার চেষ্টা চালায়। আমাদের নিরাপত্তা বাহিনী কার্যকরভাবে এই হামলা প্রতিহত করেছে। এতে গোলাগুলিতে সাত সন্ত্রাসীকে নরকে পাঠানো হয়েছে।

এ ছাড়া ছিত্রাল জেলায় নিরাপত্তা বাহিনী একজন সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করেছে। পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আরও জানিয়েছে, এর আগে বেলুচিস্তানে পৃথক দুই অভিযানে পাঁচজন সন্ত্রাসীকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলার ঘটনা ঘটছে।