পাওয়ার প্লেতে রোহিতদের আরও বেপরোয়া হতে বললেন জয়াবর্ধনে
- আপডেট সময় : ০৩:১৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ ১১৫ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।
পাঁচ ম্যাচে চার হার; মৌসুমের শুরুটা এমন বাজে হতে পারে, তা হয়তো ভাবতেও পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স। পাঁচবারের চ্যাম্পিয়নদের চারপাশ ঘিরে এখন হতাশার আনাগোনা। কীভাবে সংকটময় অবস্থা থেকে বেরিয়ে আসা যায়, সেই ভাবনাই এখন মুম্বাইয়ের ড্রেসিংরুমে। গতকাল সোমবার সর্বশেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ১২ রানে হেরে গেছে মু্ম্বাই। ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১০ বছর পর বেঙ্গালুরুর কাছে হারের তিক্ত স্বাদ পেতে হলো রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়াদের। মুম্বাইয়ের হারের কারণ হিসেবে পাওয়ারপ্লেতে কাঙ্ক্ষিত পারফরম্যান্স করতে না পারার ব্যাপারটি তুলে এনেছেন হেড কোচ মাহেল জয়াবর্ধনে। পাওয়ারপ্লেতে রোহিত শর্মাদের আরও বেপরোয়া ব্যাটিং করতে বলেছেন তিনি। পাশাপাশি বোলারদের হতে বলেছেন আরও মিতব্যয়ী।ম্যাচ শেষে জয়াবর্ধনে বলেন, ‘পাওয়ারপ্লে আমাদের জন্য ব্যাট এবং বল—দু’দিকেই উদ্বেগের কারণ। শেষ কয়েকটি ম্যাচেও আমরা বল হাতে পাওয়ারপ্লেতে অনেক রান দিয়ে ফেলেছি। আজকে প্রথম ওভারেই উইকেট পেয়েছিলাম, কিন্তু তারপর ওরা (বেঙ্গালুরু) পাল্টা আঘাত করে। কিছু ভালো শট খেলেছে এবং আমরা তার প্রতিক্রিয়া ভালোভাবে জানাতে পারিনি। শেষ ওভারে (ইনিংসের ষষ্ঠ ওভারে দিপক চাহারের ২০ রান খরচা) বড় রান ওঠায় পাওয়ারপ্লেতে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছি।
চলতি মৌসুমে প্রথম ৬ ওভারে ১০.৩৬ ইকোনমিতে এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল বোলিং করেছে মুম্বাই। উইকেট নিতে পেরেছে মাত্র ৬টি। গতকালের ম্যাচে ট্রেন্ট বোল্ট প্রথম ওভারে উইকেট নেন। কিন্তু বিরাট কোহলি ও দেবদূতের মারকুটে ব্যাটিংয়ে পাওয়ারপ্লেতে ১ উইকেটে ৭৩ রান নিয়ে ফেলে বেঙ্গালুরু।কোহলিদের দেওয়া ২২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাওয়ারপ্লেতে ২ উইকেটে ৫৪ রান করে মুম্বাই। চলতি আইপিএলে প্রথম ৬ ওভারে ১০ উইকেট হারিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি, যা সানরাইজার্স হায়দরাবাদের ১২ উইকেটের পরে দ্বিতীয় সর্বোচ্চ।জয়াবর্ধনে বলেন, ‘ব্যাট হাতেও আমরা ভালো শুরু করেছিলাম, কিন্তু তা ধরে রাখতে পারিনি। দুইটি উইকেট হারিয়ে আমাদের কিছুটা স্থিতি আনতে হয়েছিল, তখন গতি হারিয়েছি। কয়েকটি বড় ওভার খেলেছি ঠিকই, কিন্তু প্রথম ১০ ওভারে খেলায় ছিলাম না। এই প্রতিযোগিতায় মার্জিন খুব ছোট এবং আমরা আমাদের ছন্দে নেই, যা একটা বড় সমস্যা। পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে নেমে গেলেও জয়াবর্ধনে মনে করেন, তার দল ভালো ক্রিকেট খেলছে। যে কারণে স্কোয়াডে পরিবর্তনও আনতে চান না তিনি।শ্রীলঙ্কান এ কোচ বলেন, ‘আমি এখনো সিনিয়র খেলোয়াড়দের ওপর ভরসা রাখি। ওদের দক্ষতা আছে। আমাদের শুধু আরও নির্মম হতে হবে। কিছু ওভারে আমরা শৃঙ্খলা হারিয়ে ফেলি, সেটা
ব্যাট বা বল—উভয় ক্ষেত্রেই। সেটা আমাদের ঠিক করতে হবে।’ হারতে থাকলে আত্মবিশ্বাস নষ্ট হয়। নতুন কাউকে এই পরিস্থিতিতে আনাও কঠিন হতে পারে। কারণ অভিজ্ঞতা না থাকলে চাপ সামলানো কঠিন। অভিজ্ঞ খেলোয়াড়রাই এমন পরিস্থিতি সামলাতে জানে। তাই আমরা ওদের ওপরই ভরসা রাখছি এবং দল হিসেবে ইতিবাচক থেকে পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত হবো। গতকাল ৯ বলে ১৭ রান করে বোল্ড হন রোহিত। তবে অভিজ্ঞ এ ব্যাটারের আউট নিয়ে চিন্তিত নন জয়াবর্ধনে। তিনি বলেন, ‘বাঁহাতি পেসারের বলে ডানহাতি ব্যাটারের আউট হওয়া স্বাভাবিক। চামিন্দা ভাস, ওয়াসিম আকরামও অনেককে এমনভাবে আউট করেছেন। রোহিত কঠোর অনুশীলন করছে এবং অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে এই সমস্যার সমাধান খুঁজে পাবে।’আইপিএল ২০২৩ থেকে এখন পর্যন্ত রোহিত ২২ বার পাওয়ারপ্লেতে আউট হয়েছেন, যা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। ২০২৩ সালে তার স্ট্রাইকরেট ছিল ১৩০.৭২, যা গত মৌসুমে বেড়ে ১৫১.৯৭ হয়েছে। অর্থাৎ তিনি আরও আক্রমণাত্মক খেলার চেষ্টা করছেন।জয়াবর্ধনে বলেন, ‘সে আমাদের ভালো শুরু দেওয়ার চেষ্টা করছিল এবং কয়েকটি ভালো শটও খেলেছে। কিন্তু (যশ দয়াল) দারুণ একটি বল করেছে—লেট সুইং, ফুল লেংথ, ডিফেন্স ভেঙে দিয়েছে। কখনও কখনও বোলারদেরও কৃতিত্ব দিতে হয়। আমি এটা নিয়ে বেশি ভাববো না, রোহিত নিশ্চয়ই এটি নিয়ে কাজ করছে।’















