পাঁচটি প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে আড়াই বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক
- আপডেট সময় : ০১:৫৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩ ৫৯ বার পঠিত
নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশে পাঁচটি প্রকল্প বাস্তবায়নে আড়াই বিলিয়ন ডলার অর্থায়ন করবে বিশ্বব্যাংক। এ বিষয়ে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (১ মে) বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ের প্রেস্টন অডিটোরিয়ামে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
এদিন প্রেস্টন অডিটোরিয়ামে ‘বিশ্বব্যাংক-বাংলাদেশ অংশীদারিত্বের ৫০ বছরের প্রতিফলন’ শীর্ষক পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিবেশন চলাকালীন দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
অধিবেশনে ভাষণ শেষে প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাসের কাছে পদ্মা সেতুর একটি ছবি তুলে দেন। তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণ নিয়ে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে দুর্নীতির মিথ্যা অভিযোগ আনা হয়েছিল।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, আমি আশা করি আগামী বছরগুলোতে আমাদের ভৌত ও সামাজিক উভয় ক্ষেত্রেই মেগা প্রকল্পে বিশ্বব্যাংক সম্পৃক্ত হবে। ২০৪১ সালের মধ্যে উচ্চ আয়ের অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্য অর্জনের জন্য বাংলাদেশ অবকাঠামো ও লজিস্টিকসে বিনিয়োগ অব্যাহত রাখবে।
এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।