পথচারীদের ইফতার বিতরণে জেলা প্রশাসক
- আপডেট সময় : ০৩:৪৫:১৮ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩ ৫০ বার পঠিত
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা রমজান থেকে প্রতিদিন পথচারী সাধারণ মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হচ্ছে। পথচারীদের মধ্যে মাসব্যাপী ইফতার বিতরণের ছিল অষ্টম দিন।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান নতুন কর্মস্থলে যোগদানের প্রাক্কালে শ্রীমঙ্গলে উপস্থিত হয়ে আজকের এই ইফতার বিতরণ কার্যক্রমে অংশ গ্রহণ করেন। শুক্রবার (৩১ মার্চ) প্রায় ২০০ শতাধিক পথচারী সাধারণ মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়।
ইতোমধ্যে এই উদ্যোগে শরিক হয়ে পথচারী সাধারণ মানুষের মধ্যে ইফতার বিতরণ করেন মৌলভীবাজার-০৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায় প্রমূখ।
এব্যাপারে জানতে চাইলে জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান বলেন, এটি উপজেলা প্রশাসন শ্রীমঙ্গলের অনন্য একটি উদ্যোগ। তাৎক্ষণিক পথচারী সাধারণ মানুষের মাঝে কিছু ইফতার তুলে দেয়ার এই কার্যক্রমকে সাধুবাদ জানাই। শ্রীমঙ্গলবাসীর সর্বাত্বক সহযোগিতায় মাসব্যাপী এই কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন কোন বিষয় নয়। বিশেষ করে পবিত্র রমজান মাসে রোজাদার পথচারী সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ পূণ্যের কাজ।
উল্লেখ্য, ১লা রমজানের দিন ‘পথচারীদের হাতে কিছু ইফতার তুলে দেয়া’র পরিকল্পনাটি তাৎক্ষণিক গ্রহণ করেন শ্রীমঙ্গল উপজেলার নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন।
এই উদ্যোগকে মাসব্যাপী পরিচালিত করা কঠিন কিছু নয়। এতে করে তাৎক্ষণিক কিছু মানুষ অত্যন্ত উপকৃত হচ্ছে। এই মহতী উদ্যোগে যে কেউ শরিক হতে পারেন নিঃসংকোচে। যোগাযোগ করতে পারেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মিঠুন এর সাথে।যোগাযোগ করে অনুদান প্রদান করতে পারবেন।