ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo অপো’র ১০ বছর পূর্তি উপলক্ষে এ৩এক্স হ্যান্ডসেটের উপর অফারের ঘোষণা মূল্যছাড় ও বাই ওয়ান গেট ওয়ান Logo গতিতে নাকাল পাকিস্তান, ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১১৭ Logo রাজশাহীতে শুটিং হওয়া ফারুকীর ‌‘৮৪০’ আসছে Logo শিগগির চালু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট Logo বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট, ক্রেতারা ফিরছেন খালি হাতে Logo ভয়মুক্ত সম্প্রীতিময় নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি: প্রধান উপদেষ্টা Logo বর্ষপূর্তিতে স্মার্টফোন কিনলে উপহার ও ছাড় দেবে ভিভো Logo যুব বিশ্বকাপ ২০২৫ এ খেলার যোগ্যতা অর্জন করায় বাংলাদেশ জাতীয় যুব হকি দলকে বিমান বাহিনী প্রধানের সংবর্ধনা Logo এবার শুটিং সেটে সালমানকে হত্যার হুমকি Logo বাংলাদেশের সঙ্গে উগ্র আচরণ করে শাস্তি পেলেন দুই ক্যারিবিয়ান

নির্বাচন যাই হোক, গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি তারকার একতার ডাক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৭:১৪ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪ ১৯ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি সিনেমার তারকা অভিনেতা ক্রিস প্র্যাট। তিনি বিশ্বাস করেন যে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন ফলাফল যাই হোক না কেন, আমেরিকানদের একে অপরকে সমর্থন করা উচিত। এক থাকা উচিত।

মারিয়া শ্রাইভারের দ্য সানডে পেপার ওয়েবসাইটে একটি অপ-এডে প্র্যাট বলেন, নির্বাচনের ফলাফল যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, একে অপরের পাশে দাঁড়ানোই আসল বিষয়। তিনি লিখেছেন, ‘যে কেউ জিতুক বা হারুক, আমাদের দেশে এমন অনেক মানুষ আছেন যাদের সাহায্য প্রয়োজন। সবাই মিলে সেই মানুষের পাশে থাকতে হবে।

প্র্যাট তার লেখায় আরও বলেন, ‘অনেকের মতো আমিও এই নির্বাচনী সময়ের মধ্যে ‘ডুমস্ক্রোলিং’ করেছি। আমি উভয় দৃষ্টিভঙ্গি থেকেই বিষয়টি দেখতে পাই। আমি বুঝি যে মানুষের জীবন এবং অধিকার ঝুঁকির মধ্যে রয়েছে। তবে অন্যদিকে লক্ষ লক্ষ মানুষ আছেন যারা সরকারের কাছে অবহেলিত এবং পরিবর্তনের জন্য অপেক্ষা করছেন।’

তিনি বলেন, ‘মানুষ আমাকে মার্ভেলের সুপারহিরো হিসেবে জানে। কিন্তু আমি ছোট শহরে বড় হয়েছি। সেখানে আমার মা-বাবা তাদের জীবনযাপন চালিয়ে নিতে সংগ্রাম করতেন, তারা ‘দরিদ্র’ ছিল। আমার জীবন যদিও এখন বদলে গেছে, তবুও আমি নির্বাচনটিকে ‘দুই পক্ষের আমেরিকানদের চোখে’ দেখার চেষ্টা করছি।

প্র্যাট তার শৈশবে খেলার অভিজ্ঞতার কথা স্মরণ করেন ‘পরাজয় খেলার অংশ’। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি এখন অনেক মানুষ এই পাঠটি শেখেনি। তারা জয়ী হওয়াকেই সম্মানজনক মনে করে।’

প্র্যাট লেখেন, ‘কখনও কখনও আপনার দল জেতে না। তার মানে সব শেষ নয়। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন সবার জন্য সবচেয়ে বড় খেলা। দল লাল বনাম দল নীল। এটি চার বছরের প্রতিযোগিতা, এক উত্তেজনাপূর্ণ পুনঃম্যাচ।

জুরাসিক ওয়ার্ল্ড তারকা জানান, তিনি এই অপ-এড এখন লিখছেন কারণ তিনি জানেন, ভোটারদের একটি বড় অংশ ৬ নভেম্বর অত্যন্ত হতাশ হবে। হারার পর কিছু সময় শোক করা ঠিক, সঠিক। আয়না সামনে দাঁড়িয়ে কেঁদে ফেলুন। কিন্তু যদি আমরা পরাজয়ে প্যারালাইজড হয়ে যাই বা বিজয়ে অতিরিক্ত গর্বিত হয়ে উঠি তবে আমাদের দলের প্রতি আনুগত্য বড় হয়ে দেশের প্রতি ভালোবাসা ছোট হয়ে যাবে।

প্র্যাটের এই লেখাটি আসে এভেঞ্জার্স সিনেমার তারকা স্কারলেট জোহানসন, রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস ইভান্স, মার্ক রাফালো, ডন চিডল, দানাই গুরিরা এবং পল বেটানি-এর নির্বাচনী সমর্থনের পর, যারা কমলা হ্যারিসকে ট্রাম্পের বিরুদ্ধে সমর্থন দিয়েছেন।

ট্যাগস :

নির্বাচন যাই হোক, গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি তারকার একতার ডাক

আপডেট সময় : ০৩:২৭:১৪ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪

বাংলাদেশ কন্ঠ ।।

গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি সিনেমার তারকা অভিনেতা ক্রিস প্র্যাট। তিনি বিশ্বাস করেন যে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন ফলাফল যাই হোক না কেন, আমেরিকানদের একে অপরকে সমর্থন করা উচিত। এক থাকা উচিত।

মারিয়া শ্রাইভারের দ্য সানডে পেপার ওয়েবসাইটে একটি অপ-এডে প্র্যাট বলেন, নির্বাচনের ফলাফল যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, একে অপরের পাশে দাঁড়ানোই আসল বিষয়। তিনি লিখেছেন, ‘যে কেউ জিতুক বা হারুক, আমাদের দেশে এমন অনেক মানুষ আছেন যাদের সাহায্য প্রয়োজন। সবাই মিলে সেই মানুষের পাশে থাকতে হবে।

প্র্যাট তার লেখায় আরও বলেন, ‘অনেকের মতো আমিও এই নির্বাচনী সময়ের মধ্যে ‘ডুমস্ক্রোলিং’ করেছি। আমি উভয় দৃষ্টিভঙ্গি থেকেই বিষয়টি দেখতে পাই। আমি বুঝি যে মানুষের জীবন এবং অধিকার ঝুঁকির মধ্যে রয়েছে। তবে অন্যদিকে লক্ষ লক্ষ মানুষ আছেন যারা সরকারের কাছে অবহেলিত এবং পরিবর্তনের জন্য অপেক্ষা করছেন।’

তিনি বলেন, ‘মানুষ আমাকে মার্ভেলের সুপারহিরো হিসেবে জানে। কিন্তু আমি ছোট শহরে বড় হয়েছি। সেখানে আমার মা-বাবা তাদের জীবনযাপন চালিয়ে নিতে সংগ্রাম করতেন, তারা ‘দরিদ্র’ ছিল। আমার জীবন যদিও এখন বদলে গেছে, তবুও আমি নির্বাচনটিকে ‘দুই পক্ষের আমেরিকানদের চোখে’ দেখার চেষ্টা করছি।

প্র্যাট তার শৈশবে খেলার অভিজ্ঞতার কথা স্মরণ করেন ‘পরাজয় খেলার অংশ’। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি এখন অনেক মানুষ এই পাঠটি শেখেনি। তারা জয়ী হওয়াকেই সম্মানজনক মনে করে।’

প্র্যাট লেখেন, ‘কখনও কখনও আপনার দল জেতে না। তার মানে সব শেষ নয়। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন সবার জন্য সবচেয়ে বড় খেলা। দল লাল বনাম দল নীল। এটি চার বছরের প্রতিযোগিতা, এক উত্তেজনাপূর্ণ পুনঃম্যাচ।

জুরাসিক ওয়ার্ল্ড তারকা জানান, তিনি এই অপ-এড এখন লিখছেন কারণ তিনি জানেন, ভোটারদের একটি বড় অংশ ৬ নভেম্বর অত্যন্ত হতাশ হবে। হারার পর কিছু সময় শোক করা ঠিক, সঠিক। আয়না সামনে দাঁড়িয়ে কেঁদে ফেলুন। কিন্তু যদি আমরা পরাজয়ে প্যারালাইজড হয়ে যাই বা বিজয়ে অতিরিক্ত গর্বিত হয়ে উঠি তবে আমাদের দলের প্রতি আনুগত্য বড় হয়ে দেশের প্রতি ভালোবাসা ছোট হয়ে যাবে।

প্র্যাটের এই লেখাটি আসে এভেঞ্জার্স সিনেমার তারকা স্কারলেট জোহানসন, রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস ইভান্স, মার্ক রাফালো, ডন চিডল, দানাই গুরিরা এবং পল বেটানি-এর নির্বাচনী সমর্থনের পর, যারা কমলা হ্যারিসকে ট্রাম্পের বিরুদ্ধে সমর্থন দিয়েছেন।