নাশকতা মামলায় খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গ্রেফতার
- আপডেট সময় : ০৭:০৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ ৩৬ বার পঠিত
ডেস্ক রিপোর্ট:
নাশকতা মামলায় খুলনা দিঘলীয়া থানার বিএনপির যুগ্ম-আহবায়ক (দিঘলীয়া) গাজী মোঃ এনামুল হাসান মাসুম’কে ডেমরা এলাকা হতে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
আজ দুপুরে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার ডেমরা থানা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে খুলনা জেলার দিঘলিয়া থানার মামলা নং-০২ তারিখ-০২/১১/২০২৩ খ্রিঃ; ধারা-বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫(ঘ) তৎসহ বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪/৫/৬ এবং ২। খুলনা জেলার দিঘলিয়া থানার মামলা নং-০৫ তারিখ-০৫/১১/২০২৩ খ্রিঃ; ধারা-বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫(ঘ) তৎসহ বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪/৫/৬; মামলার এজাহারভুক্ত পলাতক আসামী দিঘলীয়া থানা, খুলনা এর বিএনপি’র যুগ্ম – আহবায়ক (দিঘলীয়া) গাজী মোঃ এনামুল হাসান মাসুম @ মাসুম গাজী (৪৩), পিতা-গাজী সিরাজ, মাতা-মৃত ফজিলাতুন্নেছা, সাং-চন্দনীমহল, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা‘কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার আইনগত প্রক্রিয়া চলমান আছে।