নতুন করে জিম্মি জাহাজে আরও জলদস্যু ওঠায় পরিস্থিতি আরও উদ্বেগজনক
- আপডেট সময় : ০৫:৫৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪ ১১৪ বার পঠিত
নিজস্ব প্রতিনিধি:
জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ সোমালিয়া উপকূল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এ সময় আরও সশস্ত্র জলদস্যু জাহাজে ওঠেছে।
জাহাজটির মালিক এসআর শিপিং লিমিটেডের সিইও মেহরুল করিম শনিবার (১৬ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নতুন নতুন জাহাজে আরো জলদস্যুদের চাপা পড়ায় বর্তমান পরিস্থিতি আরও উদ্বেগজনক। তবে জলস্যুদের পক্ষ থেকে এখনো পর্যন্ত মুক্তিপণ দাবি করা হয়নি।
মেহরুল করিম আরো জানান, জাহাজটি সোমালিয়ার উপকূল থেকে ৭ নটিক্যাল মাইল দূরে অবস্থান করলেও শুক্রবার বিকেলে অবস্থান পরিবর্তন করে। বর্তমানে এটি ৪ নটিক্যাল মাইল দূরত্বে অবস্থিত। আরো তেরোজন সশস্ত্র জলদস্যু জাহাজে ওঠে। বোর্ডে বর্তমানে ২২ জলদস্যু রয়েছে।
এর আগে জাহাজটির প্রধান কর্মকর্তা ক্যাপ্টেন মোঃ আতিক উল্লাহ খান এক ই-মেইল বার্তায় জানান, বৃহস্পতিবার (১৪ মার্চ) জাহাজটি সোমালিয়া উপকূলে নোঙর করা হয়। একদিনের বিরতির পর আবারও চলতে শুরু করেছে ‘এমভি আবদুল্লাহ’। শুক্রবার সকালে জলদস্যুদের নির্দেশে নোঙর তুলে ফেলা হয়েছে। এরপর জলদস্যুরা জাহাজটি চালাতে নির্দেশ দেয়।