নওগাঁয় ব্লাড সার্কেলের স্বেচ্ছাসেবী কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৪৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ ২৯ বার পঠিত
নওগাঁ প্রতিনিধি :
নওগাঁয় ব্লাড সার্কেলের দিনব্যাপী স্বেচ্ছাসেবী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার নওগাঁ শহরের উকিলপাড়ায় নওগাঁ ব্লাড সার্কেল স্বেচ্ছাসেবীদের নিয়ে অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবীরা কেন কাজ করবে, কীভাবে কাজ করবে সেই বিষয়ে বিস্তারিত পাঠদান শেষে স্বেচ্ছাসেবীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
কর্মশালাটি পরিচালনা করেন নওগাঁ ব্লাড সার্কেলের সাধারণ সম্পাদক সৈয়ব আহমেদ সিয়াম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আব্দুর রহিম মিঠন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আব্দুল মুয়ীদ, ডাঃ মুহাম্মদ বিন আলম (মুন্না), মোঃ রবিউল ইসলাম, সাইফুল ইসলাম এবং এসজে অনিক।
অনুষ্ঠানের প্রথম পর্ব অনুষ্ঠিত হয় উকিলপাড়ায় নওগাঁ ব্লাড সার্কেলের কেন্দ্রীয় কার্যালয়ে এবং সমাপনী পর্ব অনুষ্ঠিত হয় শহরের রুবীর মোড় পঞ্চভাই হোটেলের মিনি অডিটোরিয়ামে। এসময় নওগাঁ ব্লাড সার্কেল নওগাঁ সদর শাখার নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর করা হয়। শাখার নতুন কমিটিতে সভাপতি হিসেবে শপথ নেন মোঃ নাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক মীর রাগীব মাসুম। অন্যান্য দায়িত্বশীলগণ হলেন সহ সভাপতি রিজভী আহম্মেদ রিজওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাবিব আহমেদ তাজ, সাংগঠনিক সম্পাদক আবরার রাকিন, সহ সাংগঠনিক সম্পাদক জোবায়ের হোসেন রিফাত, সহ সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, প্রচার সম্পাদক আবু রেজা তরফদার, অর্থ সম্পাদক ওমর ফারুক, দপ্তর সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, রোগীকল্যাণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম, শিক্ষা সম্পাদক মোঃ শাকিল আহম্মেদ শামীম, আইটি সম্পাদক জোবায়ের আহমেদ শুভ, সমাজসেবা সম্পাদক আলামিন রহমান এবং কার্যনিবাহী সদস্য সজীব জয়।