ধামরাইয়ে মঙ্গলশোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৩২:১১ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ ৬৫ বার পঠিত
মো: শাকিল হোসাইন, ধামরাই প্রতিনিধি:
ঢাকার ধামরাই উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা শুভ নববর্ষ উদযাপন উপলক্ষে এক বর্নাঢ্য মঙ্গলশোভাযাত্রা বের করা হয় । মঙ্গলশোভাযাত্রাটি ধামরাই যাত্রাবাড়ি মাঠ থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয় ।
পরে উপজেলা হলরুমে এক আলোচনা সভায় ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন, ধামরাই পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, সহকারী কমিশনার ( ভূমি ) ফারজানা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো: আরিফুল হাসান, সমাজ সেবা কর্মকর্তা এস এম হাসান সহ আরো অনেকেই।