ধামরাইয়ে বিএনপির অবস্থান কর্মসূচী পালন
- আপডেট সময় : ০৮:০১:৪৫ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩ ৪৫ বার পঠিত
মো: শাকিল হোসাইন, ধামরাই প্রতিনিধি:
বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের উর্ধবগতি , আওয়ামীলীগ সরকারের সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে ঢাকার ধামরাইয়ে অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে ।
আজ বিকেলে ধামরাই ঢুলিভিটায় মুন্নু এন্ড কমিউনিটি সেন্টারে ধামরাই উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির এই অবস্থান কর্মসূচী পালন করা হয়। অবস্থান কর্মসূচী চলাকালীন সময়ে বিপুল পরিমান পুলিশ মোতায়েন ছিল ।
বাংলাদেশ যাবে কোন পথে পফসাল্লা দিব রাজপথে এই স্লোগান সামনে রেখে আলোচনা সভায় ধামরাই পৌর বিএনপির সভাপতি দেওয়ান নাজিমুদ্দিন মনজুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ- মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা আহমেদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াসিন ফেরদৌস মুরাদ অন্যান্যদের বক্তব্য রাখেন, বিএনপি নেতা মো: রোকমান হোসেন, সুনীল সাহা, আইয়ুব খান, এনায়েত হোসেন, শাহিনুর রহমান, খলিলুর রহমান, যুবদল নেতা এবাদুল হক জাহিদ, খুররম চৌধুরী টুটুল, এবং ছাত্রদল নেতা ইশতিয়াক আহমেদ ফারুক সহ আরো অনেকেই ।