ধামরাইয়ে আবীর স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
- আপডেট সময় : ০৪:০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩ ২৬ বার পঠিত
মো: শাকিল হোসাইন, ধামরাই প্রতিনিধি:
ঢাকার ধামরাই বাজারে আবীরের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে আবীর স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে । আজ দিনব্যাপী চলে এই ফ্রি মেডিকেল ক্যাম্প ।
শিশু বিশেষজ্ঞ ডা: মো: শাহাজাহান মিয়া ও গাইনী বিশেষজ্ঞ ডা: লতিফা ইয়াসমিন আখি সকাল থেকে বিকেল পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় তিন শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দিয়ে থাকেন। ডা: মো: শাহাজাহান মিয়ার, বড় ছেলে আবীর, ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে চার বছর আগে মৃত্যু বরণ করেন। আর তখন থেকেই শিশু বিশেষজ্ঞ ডা: মো: শাহাজাহান মিয়া অসহায় দরিদ্রদের পাশাপাশি সব শ্রেণীর মানুষের পাশে দাড়ানোর জন্য আবীর স্মৃতি ফাউন্ডেশন গড়ে তুলেন। তিনি প্রায় প্রতি মাসেই এই ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প করে থাকে। গণমাধ্যম ব্যক্তি থেকে শুরু করে সব পেশার মানুষের সাথে শিশু বিশেষজ্ঞ ডা: মো: শাহাজাহান মিয়ার অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। তিনি অত্যন্ত ভদ্র এবং শান্ত প্রকৃতির একজন মানুষ। অকালে ক্যান্সারে মৃত্যু বরণ করা তার ছেলে আবীরের আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে তিনি দোয়া প্রার্থনা করেছেন।