বাংলাদেশ কণ্ঠ ।।
দক্ষিণ আফ্রিকার একটি পরিত্যক্ত সোনার খনিতে অবৈধভাবে খনন কাজ করতে গিয়ে অন্তত ১০০ জন মানুষ প্রাণ হারিয়েছেন। পাশাপাশি প্রায় ৫০০ জন এখনো আটকা পড়ে আছেন। খনি শ্রমিকদের প্রতিনিধিত্বকারী একটি সংগঠনের বরাতে মঙ্গলবার (১৪ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। মাইনিং অ্যাফেক্টেড কমিউনিটিজ ইউনাইটেড ইন অ্যাকশন গ্রুপের মুখপাত্র সাবেলো মঙ্গুনি জানান, গত শুক্রবার উদ্ধার হওয়া কিছু খনি শ্রমিক একটি মোবাইল ফোনে ভূগর্ভস্থ পরিস্থিতির ভিডিও ধারণ করেছিলেন। ভিডিওতে দেখা গেছে, প্লাস্টিকে মোড়ানো বেশ কয়েকটি মরদেহ সেখানে পড়ে আছে। মঙ্গুনি বলেন, উত্তর-পশ্চিম প্রদেশের এই খনিতে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের মৃত্যুর কারণ হয়ে থাকতে পারে ক্ষুধা কিংবা শারীরিক ক্লান্তিজনিত সমস্যা। শুক্রবার থেকে এখন পর্যন্ত ১৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সম্প্রদায়ের উদ্যোগে শুক্রবার (১০ জানুয়ারি) নয়টি মরদেহ উদ্ধার করা হয়। সোমবার (১৩ জানুয়ারি) একটি সরকারি অভিযানে আরও নয়টি মরদেহ এবং ২৬ জন শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়। তবে মোট কতজন মারা গেছেন বা বেঁচে গেছেন পুলিশ তা এখনো নিশ্চিত করছে না। পুলিশ মুখপাত্র ব্রিগেডিয়ার সেবাতা মোকগোয়াবোন জানান, মঙ্গলবার (১৪ জানুয়ারি) নতুন করে উদ্ধার অভিযান শুরু হচ্ছে। এই অভিযানের লক্ষ্য, যত বেশি সম্ভব শ্রমিককে খনি থেকে বের করে আনা।