দুই দিনের বিরতি দিয়ে ফের ৪৮ ঘন্টার অবরোধ ডাকল বিএনপি
- আপডেট সময় : ০৫:২৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩ ১১৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
দুই দিনের বিরতির পর আগামী রোববার থেকে দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন। বিএনপিসহ বিরোধী দলগুলোর অবরোধ কর্মসূচির চতুর্থ ধাপ এটি। এছাড়া আগামীকাল মসজিদে দোয়া মাহফিল করবে দলটি।
চতুর্থ দফায় অবরোধের বিকল্প হিসেবে হরতাল কর্মসূচির কথা বলা হলেও শেষ পর্যন্ত অবরোধে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপির হাইকমান্ড। সরকারের পদত্যাগের এক দফা দাবি নিয়ে দেশব্যাপী তৃতীয় ধাপের অবরোধ কর্মসূচি চলছে। ৪৮ ঘণ্টার অবরোধ শেষ হবে শুক্রবার ভোর ৬টায়।
এর আগে গত ২৮ অক্টোবর সমাবেশ পণ্ড ও নেতাকর্মীদের গ্রেফতার ও সরকারের পদত্যাগের দাবিতে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছিল বিএনপি।
হরতাল শেষে ৭২ ঘণ্টার অবরোধ ঘোষণা করে বিএনপি ও সমমনা দলগুলো। এরপর ৩ ও ৪ নভেম্বর দ্বিতীয় দফা ৪৮ ঘণ্টার অবরোধ আরোপ করা হয়। ওই অবরোধ শেষে ৭ নভেম্বর বিরতি দিয়ে ৮ নভেম্বর থেকে আরও ৪৮ ঘণ্টা অবরোধ পালনের ঘোষণা দেয় বিএনপি।













