দিনাজপুরে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০বছর পূর্তি উদযাপন
- আপডেট সময় : ০৭:২৪:১৪ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩ ১৯৯ বার পঠিত

চৌধুরী নুপুর নাহার তাজ, দিনাজপুর জেলা প্রতিনিধি:
“বঙ্গবন্ধু শুধু বাংলার নন, তিনি বিশ্বের এবং তিনি বিশ্ববন্ধু” জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে দিনাজপুরের খানসামায় উপজেলা কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা, পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, এসিল্যান্ড মারুফ হাসান, থানা অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায়, কৃষি অফিসার ইয়াসমিন আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোখলেছুর রহমান, আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহসহ বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ, উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির।
















