ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

তুরস্কের বিমান হামলায় ইরাকের ১৩ কুর্দি যোদ্ধা নিহত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫৪:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩ ১৩৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:

ইরাকের উত্তরাঞ্চলে তুরস্কের বিমান হামলায় অন্তত ১৩ কুর্দি যোদ্ধা নিহত হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নিহত যোদ্ধারা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সদস্য। ইরাকের উত্তরে হকুক অঞ্চলে এ হামলা চালানো হয়। তুর্কি এই এলাকায় কুর্দিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এলাকায় সন্ত্রাসীদের নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও তুরস্ক কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। সংগঠনটি ১৯৮৪ সাল থেকে তুরস্কের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে আসছে। এর আগে, ১ অক্টোবর তুরকি ইরাকের উত্তরাঞ্চলে পিকেকে স্থাপনায় বিমান হামলা শুরু করে।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাজধানী আঙ্কারায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আত্মঘাতী হামলার কয়েক ঘণ্টা পর প্রতিশোধ হিসেবে তুরস্ক ইরাকে কুর্দিদের স্থাপনায় বোমা হামলা চালায়। রাজধানী আঙ্কারায় বোমা হামলার দায় স্বীকার করেছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)।

তুরস্কে বোমা হামলার পর প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান একে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ার করে বলেন, ‘সন্ত্রাসীরা কখনই তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না।’

ইরাকে পিকেকে অবস্থানে হামলার পর, তুর্কি সামরিক বাহিনী বলেছে যে তারা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা করেছে। এটি কুর্দিদের গুহা, ডিপো, আশ্রয়কেন্দ্র সহ ২০টি স্থানে বোমা হামলা করে।

তুরস্কের বিমান হামলায় ইরাকের ১৩ কুর্দি যোদ্ধা নিহত

আপডেট সময় : ০১:৫৪:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক:

ইরাকের উত্তরাঞ্চলে তুরস্কের বিমান হামলায় অন্তত ১৩ কুর্দি যোদ্ধা নিহত হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নিহত যোদ্ধারা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সদস্য। ইরাকের উত্তরে হকুক অঞ্চলে এ হামলা চালানো হয়। তুর্কি এই এলাকায় কুর্দিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। এলাকায় সন্ত্রাসীদের নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও তুরস্ক কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। সংগঠনটি ১৯৮৪ সাল থেকে তুরস্কের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে আসছে। এর আগে, ১ অক্টোবর তুরকি ইরাকের উত্তরাঞ্চলে পিকেকে স্থাপনায় বিমান হামলা শুরু করে।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাজধানী আঙ্কারায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আত্মঘাতী হামলার কয়েক ঘণ্টা পর প্রতিশোধ হিসেবে তুরস্ক ইরাকে কুর্দিদের স্থাপনায় বোমা হামলা চালায়। রাজধানী আঙ্কারায় বোমা হামলার দায় স্বীকার করেছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)।

তুরস্কে বোমা হামলার পর প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান একে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ার করে বলেন, ‘সন্ত্রাসীরা কখনই তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না।’

ইরাকে পিকেকে অবস্থানে হামলার পর, তুর্কি সামরিক বাহিনী বলেছে যে তারা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা করেছে। এটি কুর্দিদের গুহা, ডিপো, আশ্রয়কেন্দ্র সহ ২০টি স্থানে বোমা হামলা করে।