তথ্যপ্রযুক্তিতে দ্বিপাক্ষিক ব্যবসা সম্প্রসারণে বেসিস কোরিয়া ডেস্ক চালু
- আপডেট সময় : ০২:৩৩:১৪ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ৯৪ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক :
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ এবং কোরিয়ার তথ্যপ্রযুক্তি ও সফটওয়্যার কোম্পানি গুলোর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারকরণ, ব্যবসা সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসায়িক সহযোগিতা জোরদার করতে বেসিস কোরিয়া ডেস্ক গঠন করেছে। এ উপলক্ষে মঙ্গলবার বেসিস অডিটোরিয়ামে বেসিস কোরিয়া ডেস্কের উদ্বোধন অনুষ্ঠিত হয়। দক্ষিণ কোরিয়া একটি অত্যন্ত উদ্ভাবনমুখী ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি, যেখানে বাংলাদেশের আইসিটি খাতের জন্য রয়েছে বিপুল সম্ভাবনা। এই নতুন উদ্যোগের মাধ্যমে বাংলাদেশি আইসিটি প্রতিষ্ঠানগুলো দক্ষিণ কোরিয়ার সঙ্গে কার্যকর অংশীদারিত্ব গড়ে তুলতে পারবে। বেসিস কোরিয়া ডেস্ক হবে একটি কৌশলগত প্ল্যাটফর্ম, যার মাধ্যমে দু’দেশের মধ্যে জ্ঞান বিনিময় এবং যৌথ উদ্যোগ গ্রহণ সহজতর হবে এবং বাজার সম্প্রসারণের দ্বার উন্মোচন করবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়াং সিক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্মসচিব (আইসিটি প্রমোশন ও গবেষণা অনুবিভাগ, অতিরিক্ত দায়িত্ব) ড. মো: তৈয়বুর রহমান, কোরিয়া ইন্টারন্যাশনাল কো- অপারেশন এজেন্সির (কোইকা) কান্ট্রি ডিরেক্টর কিম তায়ইয়োং, কোরিয়ান কমিউনিটি ইন বাংলাদেশের চেয়ারম্যান ইউ ইয়ং ওহ, বাংলাদেশ-কোরিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (কেবিসিসিআই) সভাপতি শাহাব উদ্দিন খান, বেসিস কোরিয়া ডেস্কের চেয়ারম্যান এডওয়ার্ড কিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বেসিস সহায়ক কমিটির সদস্য (প্রশাসন) মো. ইমরুল কায়েস পরাগ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেসিস সহায়ক কমিটির সদস্যবৃন্দ, বেসিস সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বেসিস সহায়ক কমিটির সদস্য (অর্থ) ফৌজিয়া নিগার সুলতানা।













