ঢাকার বাতাস আজ ‘বিপজ্জনক’
- আপডেট সময় : ০১:২৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩ ৪৩ বার পঠিত
অনলাইন ডেস্ক।।
বিশ্বে সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় আজও এক নম্বরে বাংলাদেশের রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মানবিষয়ক প্রযুক্তি কোম্পানি আইকিউএয়ারের তালিকায় আজ শনিবার সকাল সাড়ে ১০টায় ১০০টি শহরের মধ্যে দূষিত বাতাসে প্রথম অবস্থানে ছিল ঢাকা। আগের দিন শুক্রবারও সকাল সাড়ে ৯টায় ১০০টি শহরের মধ্যে প্রথম অবস্থানে ছিল ঢাকা।
টানা কয়েকদিন বায়ুদূষণের শীর্ষস্থান ধরে রেখেছে ঢাকা। তবে বায়ুর মানের অবনতি হয়ে আজ (শনিবার) সকালে তা বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে। ৩৩৫ স্কোর নিয়ে আইকিউ এয়ারের তালিকার শীর্ষস্থানে ছিল রাজধানী ঢাকা। এ তালিকায় ২৫১ স্কোর নিয়ে পরের স্থানে ছিল ভারতের দিল্লি। শনিবার সকাল ৯টায় বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের ওয়েবসাইট থেকে পাওয়া গেছে এ তথ্য।
ভারতের দিল্লি ও মুম্বাই যথাক্রমে ২৫১ ও ২২০ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছে।
বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে, সেগুলো হল- বস্তুকণা (পিএম ১০ ও পিএম ২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (এসও৩)।
দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।
২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হল, ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।