সংবাদ শিরোনাম :
ডাচ-বাংলা ব্যাংকের টাকার গাড়ি ছিনতাই
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৩:৩৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩ ৩৬ বার পঠিত
নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর উত্তরায় দিনে-দুপুরে একটি বেসরকারি ব্যাংকের গাড়ি থেকে সাড়ে ১১ কোটি টাকা ছিনতাই হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, রাজধানীর উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় ডাচ্-বাংলা ব্যাংকের গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটে। একটি সশস্ত্র চক্র গাড়ি ঘিরে রেখে টাকা ছিনিয়ে নেয়।
বুথে টাকা জমা দিতে গাড়িটি ঢাকা থেকে সাভার ইপিজেড যাচ্ছিল। পুলিশ বলছে, ব্যাঙ্কের দাবি গাড়িটিতে ১১.৫ কোটি টাকা ছিল।
ঘটনার বিষয়ে তুরাগ থানার ডিউটি অফিসার শেখ জাহিদ বলেন, ঘটনার খবর পেয়ে উত্তরা বিভাগের উপ-কমিশনার, উত্তরা বিভাগের ওসিসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।