ঢাকা ০১:৩০ অপরাহ্ন, শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ২৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo অতিরিক্ত মাল বোঝাই, তিতাস নদীতে নৌকাডুবে নিহত ১ Logo নলছিটির তেঁতুলবাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে Logo তেজগাঁও কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর Logo ভিকিকে সিনেমার সেটে রাতভর বেঁধে রাখেন নির্মাতা Logo ফুটবল থেকে নিজেকে গুটিয়ে নিলেন ব্রাজিল কিংবদন্তি মার্সেলো Logo গাজাবাসীকে সরিয়ে নিতে ইসরায়েলি বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ Logo সয়াবিন তেলের সংকট আরও বাড়ছে, পাইকারিতে সামান্য কমছে চালের দাম Logo সারাদেশে ভাঙচুর-অগ্নিসংযোগের চেষ্টা শক্তভাবে প্রতিহত করবে সরকার Logo বিআইজেএফ নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত Logo সংসার ভাঙছে জাস্টিন-হেইলির

টেস্ট ক্যারিয়ারে এই প্রথম বার একই ম্যাচে সেঞ্চুরি ও ফিফটি হাঁকিয়েছেন মুশফিক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪৯:২৬ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩ ৮৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
মুশফিকুর রহিম বাংলাদেশ দলের একজন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান। গত কয়েকদিন ধরেই বাজে পারফর্ম করে যাচ্ছিলো তিনি। সে সময় টি-টোয়েন্টি ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নেন মুশফিক। তখন তার ধ্যান শুধু ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে। আর এবার এই দুই ফরম্যাটেই আইরিশদের কাছে তার ব্যাটিং দক্ষতা দেখালেন। সবশেষ আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে দুই ইনিংসে একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি করে টাইগারদের জয়ে সাহায্য করেছিলেন মুশফিক। আর টেস্ট ক্যারিয়ারে এই প্রথম একই ম্যাচে সেঞ্চুরি ও ফিফটি করলেন তিনি। এমন পারফরম্যান্স তাকে ম্যান অব দ্য ম্যাচের স্বীকৃতি এনে দেয়।

এদিকে আইরিশদের বিপক্ষে টেস্টে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার মধ্য দিয়ে টাইগারদের টেস্ট ফরম্যাটে সর্বোচ্চ সংখ্যক ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ডটিও স্পর্শ করেছেন সাকিব আল হাসান। তবে সাকিবের শেষ টেস্ট ম্যান-অফ দ্য ম্যাচ ছিল ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুর টেস্টে। সেই সময়ে, মুশফিকের নামের পাশে ছিল ৩ টেস্টে ম্যান অফ দ্য ম্যাচের সংখ্যা। পরে ২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করে সেরা হন তিনি। ২০২০ সালের ফেব্রুয়ারিতে, তিনি আবার জিম্বাবুয়ের বিপক্ষে আরেকটি ডাবল সেঞ্চুরি করেন। এটাই ছিল এই সময়ের আগে দেশের মাটিতে বাংলাদেশের শেষ জয়।

অন্যদিকে গতকাল দ্বিতীয় ইনিংসে অর্ধশত রানের ইনিংস খেলে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ১৪ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন মুশফিকুর রহিম। এখন পর্যন্ত, তিনি তিনটি ফরম্যাটে ৪৩২ আন্তর্জাতিক ম্যাচে ১৪,০৪৩ রান সংগ্রহ করেছেন। ব্যাটিং গড় ৩৪.১৬; সেঞ্চুরি ১৯ টি , ফিফটি ৭৫ টি। তবে তার আগে টাইগারদের হয়ে প্রথমবারের মতো এই অর্জনে নাম লিখিয়েছিলেন ওপেনার তামিম ইকবাল। এছাড়া তৃতীয় বাংলাদেশি হিসেবে এই ক্লাবে পৌঁছতে আপাতত অপেক্ষা করছেন অধিনায়ক সাকিব আল হাসান। তার মোট আন্তর্জাতিক রান ১৩,৮৮৫। ৪১১টি ম্যাচ খেলেছেন, ব্যাটিং গড় ৩৪.৭১। ব্যাট হাতে তার মোট ১৪টি সেঞ্চুরি ও ৯৬টি ফিফটি আছে।

টেস্ট ক্যারিয়ারে এই প্রথম বার একই ম্যাচে সেঞ্চুরি ও ফিফটি হাঁকিয়েছেন মুশফিক

আপডেট সময় : ০১:৪৯:২৬ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩

নিজস্ব প্রতিনিধি:
মুশফিকুর রহিম বাংলাদেশ দলের একজন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান। গত কয়েকদিন ধরেই বাজে পারফর্ম করে যাচ্ছিলো তিনি। সে সময় টি-টোয়েন্টি ফরম্যাট থেকে নিজেকে সরিয়ে নেন মুশফিক। তখন তার ধ্যান শুধু ওয়ানডে ও টেস্ট ফরম্যাটে। আর এবার এই দুই ফরম্যাটেই আইরিশদের কাছে তার ব্যাটিং দক্ষতা দেখালেন। সবশেষ আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে দুই ইনিংসে একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি করে টাইগারদের জয়ে সাহায্য করেছিলেন মুশফিক। আর টেস্ট ক্যারিয়ারে এই প্রথম একই ম্যাচে সেঞ্চুরি ও ফিফটি করলেন তিনি। এমন পারফরম্যান্স তাকে ম্যান অব দ্য ম্যাচের স্বীকৃতি এনে দেয়।

এদিকে আইরিশদের বিপক্ষে টেস্টে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার মধ্য দিয়ে টাইগারদের টেস্ট ফরম্যাটে সর্বোচ্চ সংখ্যক ম্যান অব দ্য ম্যাচ হওয়ার রেকর্ডটিও স্পর্শ করেছেন সাকিব আল হাসান। তবে সাকিবের শেষ টেস্ট ম্যান-অফ দ্য ম্যাচ ছিল ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুর টেস্টে। সেই সময়ে, মুশফিকের নামের পাশে ছিল ৩ টেস্টে ম্যান অফ দ্য ম্যাচের সংখ্যা। পরে ২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করে সেরা হন তিনি। ২০২০ সালের ফেব্রুয়ারিতে, তিনি আবার জিম্বাবুয়ের বিপক্ষে আরেকটি ডাবল সেঞ্চুরি করেন। এটাই ছিল এই সময়ের আগে দেশের মাটিতে বাংলাদেশের শেষ জয়।

অন্যদিকে গতকাল দ্বিতীয় ইনিংসে অর্ধশত রানের ইনিংস খেলে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ১৪ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন মুশফিকুর রহিম। এখন পর্যন্ত, তিনি তিনটি ফরম্যাটে ৪৩২ আন্তর্জাতিক ম্যাচে ১৪,০৪৩ রান সংগ্রহ করেছেন। ব্যাটিং গড় ৩৪.১৬; সেঞ্চুরি ১৯ টি , ফিফটি ৭৫ টি। তবে তার আগে টাইগারদের হয়ে প্রথমবারের মতো এই অর্জনে নাম লিখিয়েছিলেন ওপেনার তামিম ইকবাল। এছাড়া তৃতীয় বাংলাদেশি হিসেবে এই ক্লাবে পৌঁছতে আপাতত অপেক্ষা করছেন অধিনায়ক সাকিব আল হাসান। তার মোট আন্তর্জাতিক রান ১৩,৮৮৫। ৪১১টি ম্যাচ খেলেছেন, ব্যাটিং গড় ৩৪.৭১। ব্যাট হাতে তার মোট ১৪টি সেঞ্চুরি ও ৯৬টি ফিফটি আছে।