টুইটারের নতুন সিইও লিন্ডা ইয়াকারিনো
- আপডেট সময় : ০৪:৪১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩ ১৫৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ইলন মাস্ক টুইটারের নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) হিসেবে লিন্ডা ইয়াকারিনোর নাম ঘোষণা করেছেন। শুক্রবার তিনি টুইটারের শীর্ষ পদে এই মহিলার নাম ঘোষণা করেন।
কমকাস্ট কর্পোরেশন-মালিকানাধীন এনবিসি ইউনিভার্সালের (এনবিসিইউ) বিজ্ঞাপন ব্যবসার আধুনিকীকরণে
ইয়াকারিনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
টুইটারের নতুন এই সিইও সম্পর্কে জেনে নিন-
ইয়াকারিনো প্রায় এক যুগ ধরে এনবিসিইউয়ে এর সাথে যুক্ত ছিলেন। সেখানে, তিনি সম্প্রতি গ্লোবাল অ্যাডভার্টাইজিং অ্যান্ড পার্টনারশিপ বিভাগের চেয়ারপারসন হয়েছিলেন। কোম্পানিতে তার মেয়াদকালে, ইয়াকারিনো টেলিভিশন এবং ডিজিটাল বিভাগে মিডিয়া নেটওয়ার্কের বিজ্ঞাপন কৌশলের নেতৃত্ব দেন। ২০২০ সালে বিজ্ঞাপন-সমর্থিত স্ট্রিমিং পরিষেবা ‘পিকক’ চালু করার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
এনবিসিইউতে যোগদানের আগে, ইয়াকারিনো প্রায় ২০ বছর মার্কিন মিডিয়া জায়ান্ট টার্নার এন্টারটেইনমেন্টে কাটিয়েছেন। তিনি কোম্পানির বিজ্ঞাপন, বিপণন এবং অধিগ্রহণ বিভাগের চিফ অপারেটিং অফিসার (সিওও) এবং নির্বাহী ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
গত এপ্রিলে মায়ামিতে একটি বিজ্ঞাপনী সম্মেলনে মাস্কের সাক্ষাৎকার নেন ইয়াকারিনো। এ সময় তিনি মাস্কের কাজের নীতির প্রশংসা করেন।
ইয়াকারিনো বললেন, ‘এই কক্ষে উপস্থিত অনেকেই আমাকে চেনেন। আপনারা জানেন, আমি আমার কাজের নীতি নিয়ে গর্বিত।’ তারপর তিনি বললেন, ‘বন্ধুরা, আমি আমার মতো তেমন এক ব্যক্তিত্বের (ইলন মাস্ক) সঙ্গে সাক্ষাৎ করেছি।’
ইয়াকারিনো টুইটারে নেতিবাচক বিষয়বস্তু সম্পর্কে বিজ্ঞাপনদাতাদের উদ্বেগের বিষয়ে মাস্ককেও চাপ দেন।
ইয়াকারিনো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) কাজের ভবিষ্যত বিষয়ক টাস্ক ফোর্সের চেয়ারপারসন। এছাড়াও তিনি ডব্লিউইএফের মিডিয়া, এন্টারটেইনমেন্ট এবং কালচার ইন্ডাস্ট্রি গভর্নরস স্টিয়ারিং কমিটির সদস্য। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে স্পোর্টস ফিটনেস অ্যান্ড নিউট্রিশনের প্রেসিডেন্ট কাউন্সিলে ইয়াকারিনোর নাম ঘোষণা করেছিলেন।
গত শুক্রবার এক টুইটে মাস্ক বলেন, ‘টুইটারের নতুন সিইও হিসেবে লিন্ডা ইয়াকারিনোকে স্বাগত জানাতে পেরে আমি উচ্ছ্বসিত! যদিও লিন্ডা প্রাথমিকভাবে ব্যবসায়িক ক্রিয়াকলাপের উপর ফোকাস করবে, আমি পণ্য ডিজাইন এবং নতুন প্রযুক্তির উপর ফোকাস করব। আমি প্ল্যাটফর্মটিকে সম্ভাব্য সবকিছুর অ্যাপে (এক্স) রূপান্তর করতে লিন্ডার সাথে কাজ করার জন্য উন্মুখ।”
আগের দিন, মাস্ক নতুন সিইও নিয়োগের ঘোষণা দিয়েছিলেন, তবে নাম ঘোষণা করেননি, তবে কিছু রহস্য রেখে গেছেন। ছয় মাসের মধ্যে নতুন সিইও দায়িত্ব নেবেন বলেও জানান তিনি। তখনই ইয়াকারিনোর টুইটারের নতুন সিইও হওয়া নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে।
বিবিসি জানিয়েছে, বিজনেস ইনসাইডারের প্রধান মিডিয়া প্রতিবেদক ক্লেয়ার অ্যাটকিনসন দুই দশক ধরে ইয়াকারিনোর ক্যারিয়ার ট্র্যাক করেছেন। তিনি বলেছিলেন যে বিজ্ঞাপনে তার অভিজ্ঞতা টুইটারকে সাহায্য করতে পারে। মাস্ক মালিকানা নেওয়ার পর থেকে টুইটারের বিজ্ঞাপন বিপণন ব্যাপকভাবে কমে গেছে।













