ঝালকাঠি সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বিনয়কাঠীতে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৭:৪২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫ ৫২ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।
হাওলাদার বেলাল, ঝালকাঠি জেলা প্রতিনিধি :
বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মোরামত ৩১ দফা বাস্তনায়ন ও বর্তমান দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ১ ফেব্রুয়ারী ( শনিবার) বিকাল ৩ টায় ঝালকাঠির বিনয়কাঠী সুগন্ধীয়া মুসলিম মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিশাল জনসমাবেশ ঝালকাঠি সদর উপজেলা শাখা স্বেচ্ছাসেবক দলের আযোজনো অনুষ্ঠিত হয়েছে বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ঝালকাঠি বাসীর নয়নের মনি মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পদক আকন কুদ্দুসুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি’র নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু। জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী সদস্য জীবা আমিনা আল গাজী, ঝালকাঠি -২ আসনের সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, ঝালকাঠি বিএনপি সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা ছালু, বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মশিউর রহমান মঞ্জু, জনসমাবেশে সভাপতিত্বে করেন, ঝালকাঠি সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হেদায়েতুল ইসলাম সোহেল আরো বক্তব্য রাখেন, রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. তালুকদার আবদুল কালাম আজাদ, রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো : নাসিম উদ্দিন আকন সহ জেলা উপজেলার অসংখ্য বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তরা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করার জন্য আমরা অঙ্গিকারবদ্ধ।