জনগণ নয়, বিদেশিদের কাছে নালিশ করতেই বিএনপি স্বাচ্ছন্দ্যবোধ করেন:কাদের

- আপডেট সময় : ০৩:৩৩:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪ ১০৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
নালিশ করাই বিএনপির রাজনীতি মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নালিশ করাই হচ্ছে তাদের রাজনীতি। তবে তারা জনগণের কাছে নালিশ না করে বিদেশিদের কাছে নালিশ করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ফেনীর দাগনভূঞা বাজার জিরো পয়েন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দল বাংলাদেশে এলেই বিএনপি অভিযোগ করতে ব্যস্ত হয়ে পড়ে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমার কাছে অবাক লাগে যে মির্জা ফখরুল অসুস্থতার কারণে জামিন পেয়ে জনগণের কাছে যাননি। তবে মার্কিন প্রতিনিধি দল দেশে আসায় লাঠি ভর করে তাদের কাছে নালিশ করতে ঠিকই গিয়েছেন। নালিশ করা তাদের রাজনীতির পুরনো অভ্যাস।
তিনি বলেন, নালিশ করবে জনগণের কাছে। জনগণের কাছে নালিশ করার চাইতে বিদেশিদের কাছে নালিশ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তারা।
নির্বাচনে অংশগ্রহণ না করার খেসারত বিএনপিকে দিতে হবে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, যারা আন্দোলনে সফল হতে পারেনি, নির্বাচনে আসতে ব্যর্থ হয়েছে, তারা অচিরেই বুঝতে পারবে তারা নিজেদের কতটা সংকুচিত করে ফেলেছে। এর খেসারত বিএনপিকে অনেকদিন দিতে হবে।
নোয়াখালীর নিজ বাড়িতে যাওয়ার পথে ফেনীর দাগনভূঞায় বিরতিকালে ওবায়দুল কাদের বলেন, সারা দেশের ন্যায় এ অঞ্চলে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তা ইতোপূর্বে মানুষ কল্পনাও করতে পারেনি। এ উন্নয়নকে মানুষ স্বাগত জানিয়েছে। এ সরকারের সময়ে বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে বিশেষ করে সড়কপথে যে উন্নয়ন হয়েছে তাতে ফেনীর নাম অনেক সামনে আসবে। ফেনীতে সিক্স লেন ফ্লাইওভার হয়েছে। ৬ লেনের ফ্লাইওভার ঢাকার বাইরে আর কোথাও নেই। আমি একটি সত্য কথা বলি। গতকালকে শবে বরাত গেছে। আমি ৭৫ পরবর্তী সময়ে শেখ হাসিনার মতো ভালো মানুষ দেখিনি। এতো ভালো মানুষ রাজনীতিতে আছেন। এজন্যই এ সরকার এতদিন ক্ষমতায় টিকে রয়েছেন। তিনি মানুষকে ভালো রাখেন, মানুষও তাকে ভালোবাসেন।