ছুটিতে লিটন, নিউজিল্যান্ডের বিপক্ষে দলকে নেতৃত্ব দেবেন শান্ত
- আপডেট সময় : ০৫:৪২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩ ৪২ বার পঠিত
নিজস্ব প্রতিনিধি:
জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস সম্প্রতি কন্যা সন্তানের বাবা হয়েছেন। আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য ছুটি চেয়েছেন এই ব্যাটসম্যান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) লিটনের আবেদন মঞ্জুর করে এক মাসের ছুটি মঞ্জুর করে।
অন্যদিকে চোট পেয়েছেন তাইগার নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। আর সহ-অধিনায়ক লিটন ছুটিতে। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে দলকে নেতৃত্ব দেবেন ব্যাটসম্যান নাজমুল হাসান শান্ত। বিসিবির ক্রিকেট ব্যবস্থাপনা বিভাগের প্রধান জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।
জালাল ইউনুস জানান, লিটনের ছুটি মঞ্জুরের পর পরের দুই টেস্টের জন্য শান্তকেই অধিনায়ক করা হয়েছে।
লিটনের ছুটি নিয়ে জালাল ইউনুস বলেন, ‘লিটন দুই মাসের ছুটি চেয়েছেন। আমরা এক মাসের ছুটি দিয়েছি। পরের দুই টেস্ট খেলবেন না তিনি। পরিবারকে সময় দিতে চান তিনি। আমরা প্রথম টেস্ট খেলতে বলেছি। কিন্তু তিনি ছুটি চাইতে থাকেন। তাই ছুটি দিলাম।’
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২৮ নভেম্বর, সিলেটে। আর দ্বিতীয় টেস্ট হবে ঢাকায়, শুরু হবে ৬ ডিসেম্বর।