চ্যাম্পিয়ন্স ট্রফির সমীকরণে এগিয়ে টাইগাররা
- আপডেট সময় : ০৫:৪৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩ ১২২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
অস্ট্রেলিয়ার সামনে বেশ চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দিয়েছে বাংলাদেশ। তবে ৩০৭ রানের লক্ষ্য তাড়া করে বেশ স্বস্তিতেই এগিয়ে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এখন পর্যন্ত এই ম্যাচে অস্ট্রেলিয়াকে জেতা থেকে আটকানো কঠিন হবে বলে মনে হচ্ছে। তবে এক সমীকরণে এগিয়ে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে অস্ট্রেলিয়াকে ২২.৪ ওভার পর্যন্ত রান তাড়ায় আটকে রাখতে হতো।
সেই প্রাথমিক লক্ষ্য পূরণ হয়েছে। ফলে রানরেটে শ্রীলঙ্কার নিচে আর যাওয়ার সম্ভাবনা নেই। নেদারল্যান্ডস তাদের শেষ ম্যাচে ভারতের কাছে হারলে সেরা আটে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে টাইগাররা।
পুরো বিশ্বকাপে এ নিয়ে দুটি ওপেনিং জুটি হলো মোটামুটি সন্তোষজনক। একটি ভারতের বিপক্ষে, আরেকটি আজ শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ৭৬ রানের দুর্দান্ত এক জুটি গড়লেন বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস এবং তানজিদ হাসান তামিম।
আজ কারো ব্যাট থেকে সেঞ্চুরি আসেনি। তবে বেশ কিছু মাঝারি ইনিংসে বাংলাদেশের স্কোর ৩০০ পেরিয়ে যায়। ৭৯ বলে ৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তওহিদ হৃদয়। ৫৭ বলে ৪৫ রানের ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত। স্কোরবোর্ডে ৩৬ রান যোগ করেন তানজিদ হাসান তামিম ও লিটন দাস। মাহমুদুল্লাহ রিয়াদ ৩২ রান করেন।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন লিটন ও তানজিদ তামিম। দুজনেই প্রথম ১০ ওভারে স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করেছেন।
শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ৩০৬ রানে থামে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট নেন শন অ্যাবট ও অ্যাডাম জাম্পা। ১ উইকেট নেন মার্কাস স্টোইনিস।















