চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৫১পিস ইয়াবা ও একটি মোটরসাইকলসহ দুই জন চিহ্নিত মাদক কারবারীকে আটক করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। আটককৃতরা হলো উপজেলার গোবিন্দহুদা গ্রামের গোলাম হোসেনর ছেলে আসরাফুল হাসান (৩০) ও দামুড়হুদা উপজেলা সদরের দশমি পাড়ার আশরাফুল আলম বকুলের ছেলে, সোহেল রানা (৩৫)।
বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার চিৎলা হাসপাতাল-পারদামুড়হুদা সড়ক থেকে এদেরকে আটক করা হয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিত জানতে পারি চিৎলা হাসপাতাল-পারদামুড়হুদা সড়কে দুইজন ব্যক্তি ইয়াবাসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে মডেল থানার এস আই কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আসরাফুল হাসান ও সোহেল রানাকে একটি এ্যাপাসি মোটরসাইকেলসহ আটক করেন। পরে উভয়ের শরীর তল্লাশি করে আসরাফুল হাসানের পকেট থেক ৪১পিস ও সোহেল রানার পকেট থেকে ১০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উভয়ের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা রুজু হয়েছে। তিনি আরো জানান, মাদকের বিরুদ্ধে কাউকে কোন রকম ছাড় দেওয়া হবেনা।