সংবাদ শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিএনপি’র দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ গ্রেফতার ১
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৩:২৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ৪০ বার পঠিত
বাংলাদেশ কন্ঠ ।।
সানজিদা খাতুন,চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের বোয়ালমারী গ্রামস্থ ফকিরপাড়া মোড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে
বিএনপির দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মারাত্বক রক্তাক্ত জখম বিএনপি কর্মী সুলতান হোসেন(৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারাগেছেন।
বুধবার(৩০ অক্টোবর)রাত আনুমানিক ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত হয় বলে পারিবারিক সূত্রে জানা যায়।এর আগে গত সোমবার(২৮অক্টোবর) এ ঘটনায় মৃত. সুলতান হোসেনের ছেলে পলাশ উদ্দীন বাদী হয়ে ৫জনকে নামীয় আসামী করে দামুড়হুদা মডেল থানায় একটি এজাহার দায়ের করেন।ওই মামলার ৩নং আসামী নাটুদহ ইউনিয়নের জগনাথপুর গ্রামের গোচিয়ারপাড়ার মৃত.ভরস আলীর ছেলে সোহরাব উদ্দিন(৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে,গত ২৩অক্টোবর দামুড়হুদা উপজেলার নাটুদহ ইউনিয়নের ডিসি ইকো পার্কের সন্নিকটে বোয়ালমারী গ্রামস্থ ফকিরপাড়া মোড় নামক স্থানে স্থানীয় বিএনপির দু’পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে দু’পক্ষই রক্তাক্ত জখম হয়। এঘটনায় সুলতান হোসেন প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকেও কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাতে তার মৃত্যু হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো হুমায়ুন কবীর বলেন, বুধবার বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে মামলার ৩নং আসামী সোহরাব উদ্দিন কে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছেন।